খাগড়াছড়িতে নিজ গ্রামে উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানকে গণ সংর্বধনা

Published: 01 Sep 2023   Friday   

 খাগড়াছড়িতে নিজ গ্রাম কমলছড়িতে শুক্রবার গণ সংবর্ধিত হলেন নব নিয়োগকৃত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা।

 

 কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে  কমলছড়ি গ্রামবাসীরা  সুপ্রদীপ চাকমাকে গণ সংবর্ধনা প্রদান  করে। সংবর্ধনা অনুষ্ঠানে তাঁর সহধর্মিনী নন্দিতা খীসা, সাবেক এমপি  যতিন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ির সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. সুধীন কুমার চাকমা, প্রফেসর বৌধিসত্ব দেওয়ানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মকর্তা ও কমলছড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

 

সংবর্ধনা অনুষ্ঠানে সুপ্রদীপ চাকমা বলেন বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা  তাকে অনেক অনেক কিছু দিয়েছেন।  তার আর চাওয়া পাওয়ার কিছুই নেই।  তিনি দীর্ঘ সময় বিভিন্ন দেশে রাষ্ট্রদুতসহ সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাই এই বোর্ডে থেকে তিনি সরকারের পক্ষ হয়ে জনগণের জন্য কাজ করবেন। তার কাছে পাহাড়ী- বাঙ্গালী কেউ বঞ্চিত হবেন না। সবার জন্য সমান ভাবে কাজ করা প্রত্যয় ব্যক্ত করেন।   তিনি  শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি জ্ঞান ও ইংরেজী ভাষার প্রতি গুরুত্ব দেয়ার আহ্বান জানান।

 

উল্রেখ্য, সুপ্রদীপ চাকমা কমলছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ে পড়াশুনা করেন।  তিনি ১৯৮৫ সালে ৭ম বিসিএস পররাষ্ট্র ক্যাডারে নিয়োগ পান। তিনি দীর্ঘ চাকরি জীবনে ভিয়েতনামসহ বিভিন্ন দেশে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।  পরে  ২০২০ সালে অবসর গ্রহন করেন। সর্বশেষ  বছর  ২৭ আগষ্ট পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত