পানি বৃদ্ধিতে পর্যটন ঝুলন্ত সেতু পানিতে ডুবে গেছে

Published: 03 Sep 2023   Sunday   

কাপ্তাই  হ্রদে পানির উচ্চতা বেড়ে যাওয়ায় সিম্বল অব  রাঙামাটির  ঝুলন্ত সেতুটি পানিতে ডুবে গেছে। রোববার সেতুর পাটাতন থেকে প্রায় ছয় ইঞ্চি পানি উঠায় পর্যটন কর্তৃপক্ষ সেতুর উপর দিয়ে চলাচলের সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।


পর্যটন কর্তৃপক্ষ জানায়, কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় রোববার সকালের দিকে ঝুলন্ত সেতু প্রায় ছয় ইঞ্চি পানি উঠে। এতে সকাল থেকে ঝুলন্ত  সেতুর ঝুঁিক এড়াতে সেতুর উপর দিয়ে চলাচলের নোটিশ টাঙিয়ে দিয়ে সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। ফলে রাঙামাটিতে বেড়াতে আসা পর্যটকরা আকর্ষনীয় ঝুলন্ত সেতুর সৌন্দর্য্য উপভোগ করতে পারছেন না।  তবে পর্যটকরা  হতাশা প্রকাশ করেছেন। এদিকে, কাপ্তাই হ্রদের পানির উচ্চতা  বর্তমানে ১০৫দশমিক ৭০ মএসএল (মীনসসি-লেভেল) পানি  রয়েছে। হ্রদে ১০৭ এমএসএল হলে বিপদসীমা হিসেবে ধরা হয়।


রাঙামাটি সরকারী পর্যটন কমপ্লেক্সে ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান,  হ্রদে পানির উচ্চতা বৃদ্ধির কারণে পর্যটনের ঝুলন্ত সেতুর পাটাতন প্রায় ৬ ইঞ্চি পানিতে ডুবে গেছে। তাই সেতুর উপর  দিয়ে চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। পানি কমে গেলে  পর্যটকদের চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করে দেওয়া হবে। সেতু বন্ধ থাকায় প্রতিদিন পর্যটনে ১০ থেকে ১৫ হাজার টাকা লোকসান হচ্ছে।


উল্লেখ্য, ৭০ দশকের শেষের দিকে সরকার রাঙামাটি জেলাকে পর্যটন এলাকা হিসেবে ঘোষনা করে। ১৯৮৪ সালের দিকে পর্যটন কর্পোরেশন পর্যটকদের সুবিধার্থে ও মনোরঞ্জনের জন্য দুই পাহাড়ের মাঝখানে তৈরী  করে আকর্ষনীয় এ ঝুলন্ত সেতু।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত