কাপ্তাইয়ে বন্য হাতির মৃত্যু

Published: 12 Oct 2023   Thursday   

রাঙামাটির কাপ্তাইয়ের রাইখালী এলাকায় একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে রাইখালী ইউনিয়নের মতি পাড়া কাঠালতলী এলাকায় মারা যায় হাতিটি। বন বিভাগ প্রাথমিকভাবে ধারনা করছে হাতিটি স্ট্রোকজনিত কারণে মৃত্যু হয়েছে।

 

জানা গেছে, বৃহস্পতিবার সকালে রাইখালী ইউনিয়নের মতি পাড়া কাঠালতলী এলাকায় একটি বন্যহাতির মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বন বিভাগকে খবর দেওয়ার পর মৃত হাতিটি উদ্ধার করে।


রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা জানান, স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে বন্য হাতির মৃত্যুর সংবাদটি জানতে পারি। তবে কিভাবে হাতিটির মৃত্যু হয়েছে জানতে পারিনি।


কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের রাইখালী রেঞ্জ অফিসার জাহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল ৮ টায় হাতিটির মৃত্যু হয়। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে খবর পাওয়ার পর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাসহ ঘটনাস্থলে গেছি। হাতিটির বয়স অনেক বেশী। প্রাথমিকভাবে ধারণা করছি স্ট্রোকজনিত কারনে মৃত্যু হতে পারে। এই বিষয়ে বন বিভাগের পক্ষ হতে চন্দ্রঘোনা থানায় জিডি করা হবে। মারা যাওয়া স্থানেই মাটি খুঁড়ে হাতিটির মরদেহ পুঁতে ফেলা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত