বক্সার সুর কৃষ্ণ চাকমাকে রাঙামাটি জেলা প্রশাসনের সংবর্ধনা

Published: 19 Oct 2023   Thursday   

ঢাকায়  অনুষ্ঠিত এশিয়ান বক্সিং ফেডারেশনের সুপার লাইটওয়েট ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ- প্রতিযোগিতায় রাঙামাটির  জুরাছড়ির সন্তান সুর কৃষ্ণ চাকমা চ্যাম্পিয়ন হওয়ায় বৃহস্পতিবার রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ হতে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

 

জলা প্রশাসকের সম্মেলন কক্ষে বক্সার সুর কৃষ্ণ চাকমাকে সংবর্ধনা হিসেবে সংবর্ধনা ক্রেষ্ট ও নগদ অর্থ প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিন সুলতানা, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো: শাহ ইমরান, জেলা পরিষদের সাবেক সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, রাঙামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ তাছাদ্দিক হোসেন কবির,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: শফিউল আজম, জেলা রোভার স্কাউটের সাধারণ সম্পাদক নুরুল আবছার প্রমুখ।  অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে বক্সার সুর কৃষ্ণ চাকমাকে সম্মাননা ক্রেস্ট ও নগদ দশ হাজার টাকা অর্থ  প্রদান করা হয়।


বক্সার সুর কৃষ্ণ চাকমা সংবর্ধনা দেওয়ায় জেলা প্রশাসনকে কৃতজ্ঞতা জানান ও দেশের মুখ উজ্জল করে ভবিষ্যতে তিনি জয়ের ধারা অব্যাহত রেখে একদিন বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার আশাবাদ ব্যক্ত করে বলেন, পার্বত্যাঞ্চলের এ দুর্গম এলাকা থেকে তাকে আজকে এত দূর পর্যন্ত উঠে আসতে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। তিনি ২০০৭ সালে বিকেএসপিতে ভর্তি হয়ে ফুটবলার হতে চেয়েছিলেন। কিন্তু তার বক্সিংয়ের প্রতি আলাদা একটা টান থাকায় বক্সিং খেলার মাধ্যমে দেশের জন্য কিছু একটা করার দৃঢ় মনোবল ও আত্মবিশ্বাস থাকার কারণে আজকে তার এ পর্যন্ত আসা। তার এ গৌরব শুধু তার জন্য নয়,এ গৌরব তার দেশের গৌরব। দেশের মুখ আরো উজ্জল করতে ভবিষ্যতেও তিনি এ জয়ের ধারা অব্যাহত রেখে একদিন বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।


জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান বলেন, পাহাড়ের দূর্গম এলাকাগুলোতে অনেক প্রতিভাবান খেলোয়ার আছে, তাদেরকে ঠিকমতো প্রশিক্ষণের আওতায় আনা গেলেই এ জেলা থেকে আরো ভালোমানের অনেক খেলোয়াড় গড়ে উঠবে। যা বিশ্বের মাঝে দেশ ও রাঙামাটি জেলার নাম পরিচিত পাবে।


উল্লেখ্য, গেল ৩০ সেপ্টেম্বর ঢাকায়  অনুষ্ঠিত এশিয়ান বক্সিং ফেডারেশনের সুপার লাইটওয়েট ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ- প্রতিযোগিতায়  বক্সিং চ্যাম্পিয়ন  বাংলাদেশের সুর কৃষ্ণ চাকমা নেপালের লাইটওয়েট চ্যাম্পিয়ন মাহেন্দ্রা বাহাদুর চান্দকে হারিয়ে "এবিএফ ইন্টারকন্টিনেন্টাল সুপার লাইটওয়েট চ্যাম্পিয়ন" বেল্ট জেতার ইতিহাস গড়ে হয়েছেন বাংলাদেশের সেরা পেশাদার বক্সার । সুর কৃষ্ণ চাকমার বাড়ী জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউপির রাস্তা মাথায় এরাকায়

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত