রাঙামাটিতে গুর্খা সম্প্রদায়ের কপালে তিলক প্রদান উৎসব পালিত

Published: 24 Oct 2023   Tuesday   

দূর্গোৎসবের বিজয়া দশমী উপলক্ষে রাঙামাটিতে বসবাসরত গুর্খা সম্প্রদায়ের উদ্যোগে কপালে বিজয়া তিলক প্রদান উৎসব অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার সুর নিকেতন শিল্পীগোষ্ঠীর আয়োজনে শহরের জেল রোডস্থ সুর নিকেতন সঙ্গীত প্রতিষ্ঠানের ভবনে গূর্খা সম্প্রদায়ের এ বিজয় তিলক উৎসব অনুষ্ঠিত হয়।


সুর নিকেতনের প্রতিষ্ঠাতা সভাপতি মনোজ বাহাদুর গুর্খার সভাপতিত্বে অনুষ্ঠিত বিজয়া দশমী তিলক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া।


এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব নিরুপা দেওয়ান, বিশিষ্ট সাহিত্য গবেষক শিশির চাকমা, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার অনুসিনথিয়া চাকমা, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথসহ সুর নিকেতনের স্থানীয় শিল্পীরা উপস্থিত ছিলেন।


সুর নিকেতনের প্রতিষ্ঠাতা সভাপতি মনোজ বাহাদুর গুর্খা বলেন, আদিকাল থেকে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত গুর্খা সম্প্রদায়ের মানুষ শারদীয় দূর্গা উৎসব বিজয়া দশমীর দিনে দূর্গা মায়ের অঞ্জলী প্রদান অনুষ্ঠান শেষে টিকা লাগানো উৎসব পালন করে আসছে। এই উৎসবের মাধ্যমে সম্প্রীতি-ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহাদ্য উত্তর উত্তর বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকারের আমলেই পার্বত্য চট্টগ্রামে সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধন দৃঢ় হয়েছে এবং পাহাড়ে বসবাসরত সকল সম্প্রদায়ের মানুষ নিরাপদে-নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারছেন।


আলোচনা সভা শেষে গূর্খা সম্প্রদায়ের ধর্মীয় রীতি অনুযায়ী ও নিজস্ব আচার অনুষ্ঠান পালনের মধ্যদিয়ে কপালে বিজয়া তিলক প্রদান এবং অতিথি আপায়ন করিয়ে উৎসব পালন করা হয় এবং সুর নিকেতন শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত