সভাপতি মিলন,সম্পাদক নন্দন ও কোষাধ্যক্ষ পুলক নির্বাচিত

Published: 27 Oct 2023   Friday   

রাঙামাটি শহরের প্রাচীনতম হিন্দু ধমীয় প্রতিষ্ঠান তবলছড়ি কাসেম বাজারস্থ শ্রী শ্রী গৌর নিতাই আশ্রমের পরিচালনা কমিটির সভাপতি পদে মিলন বিশ্বাস,সাধারণ সম্পাদক পদে নন্দন দে ও কোষাধ্যক্ষ পদে পুলক চক্রবর্তী নির্বাচিত হয়েছেন।


শুক্রবার শ্রী শ্রী গৌর নিতাই আশ্রমে অনুষ্ঠিত এক সভায় আশ্রমের পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষনা করে আশ্রমের সদস্য ও ভক্তবৃন্দের উপস্থিতিতে কন্ঠভোটের মাধ্যমে আগামী তিন বৎসরের জন্য ১৫ সদস্য বিশিষ্ট শ্রী শ্রী গৌর নিতাই আশ্রমের নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়।


শ্রী শ্রী গৌর নিতাই আশ্রমের পরিচালনা কমিটির সহ সভাপতি নন্দন দে সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আশ্রমে উপদেষ্ঠা কমিটির অন্যতম সদস্য ও শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরের সভাপতি আশীষ কুমার দে , উপদেষ্ঠা সুমন চৌধুরী, উপদেষ্ঠা বিমল ঘোষ , সাবেক সভাপতি বিপ্লব দে মাইকেল , সাধারণ সম্পাদক তাপস আচার্য্য, কোষাধ্যক্ষ জুয়েল দে সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।


সভায় বক্তরা গৌর নিতাই আশ্রমের কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার স্বার্থে বিভিন্ন প্রস্তাবনা দেয়া হয় । পরে বিগত কমিটির আয় ব্যয় উপস্থাপন করা হয় এবং  বিগত কমিটিকে বিলুপ্ত ঘোষনা করে সভায়  উপস্থিত সদস্য ও ভক্তদের মধ্য থেকে কন্ঠ ভোটে নতুন ১৫ সদস্যের কমিটি গঠন করা হয় ।


এ কমিটি আগামী তিন বৎসর মেয়াদে শ্রী শ্রী গৌর নিতাই আশ্রমের পরিচালনার দায়িত্বে থেকে আশ্রমের যাবতীয় সব কিছু বাস্তবায়ন করবে বলে সর্বসন্মত সিদ্ধান্ত গৃহীত হয়।


নতুন ১৫ সদস্যের কমিটিতে যারা রয়েছেন তারা হলেন সভাপতি মিলন বিশ্বাস, সহ সভাপতি রিপন দাশ, সাধারণ সম্পাদক নন্দন দে, যুগ্ন সম্পাদক নিরূপম ত্রিপুরা কালা, অর্থ সম্পাদক পুলক চক্রবর্তী সহ-অর্থ সম্পাদক -জুয়েল দে , সাংগঠনিক সম্পদক সৈকত বিশ্বাস অন্তু.  দপ্তর সম্পাদক প্রদীপ দাশ , প্রচার সম্পাদক বাপ্পী দেবনাথ, সাংস্কৃতিক সম্পাদক আশীষ দে, পূজা সম্পদক সুজিত চৌধুরী, মহিলা সম্পাদিকা জয়শ্রী দে, এবং সদস্য পদে রয়েছেন শিমূল চৌধুরী , অমিক দে , মোহন রক্ষিৎ, অভি দাশ , রাজন নন্দী, বাবলু থাবা ও অমিক ত্রিপুরা । 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত