ধনপাতা বন বিহারে দানোত্তম কঠিন চীবর দান শুরু

Published: 30 Oct 2023   Monday   

সোমবার থেকে দুদিন ব্যাপী রাঙামাটির মগবান ইউনিয়নের বনভান্তের স্মৃতি বিজড়িত স্থান ধনপাতা বন বিহারে উনিশ তম দানোত্তম কঠিন চীবর দান শুরু হয়েছে।


অনুষ্ঠানের প্রথম দিনে ধনপাতা বন বিহারের মাঠে ফিতা কেটে বেইন ঘর উদ্ধোধন করেন মেরুল বাড্ডা আর্ন্তজাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ ধর্মমিত্র মহাস্থবির। এসময় ধর্ম দেশনা দেন ধনপাতা বন বিহার অধ্যক্ষ শ্রীমৎ প্রজ্ঞাবোধি মহাস্থবির। দুদিন ব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে শত শত পুর্নাথীর সমাগম ঘটেছে। এ অনুষ্ঠানকে ঘিরে বিভিন্ন সামগ্রির মেলারও দোকান বসেছে।


মঙ্গলবার দুপুরের দিকে অনুষ্ঠানিকভাবে পুন্যবতী উপাসিকা বিশাখা কর্তৃক প্রবর্তিত নিয়মে ২৪ ঘন্টার মধ্যে চরকায় সূতা কাটা থেকে কাপড় তৈরী, রঙকরণ ও সেলাই করে উপস্থিত ভিক্ষু সংঘের উদ্দেশ্য দান করা হবে। অনুষ্ঠোনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। এছড়া উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার  মীর আবু তৌহিদ, চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায় প্রমুখ।

 

উল্লেখ্য, প্রায় আড়াই হাজার বছর আগে ভগবান গৌতম বুদ্ধের জীবব্দশায় মহাপূর্নবতী বিশাখা কর্তৃক প্রবর্তিত ২৪ ঘন্টার মধ্যে সূতা কাটা শুরু করে কাপড় বয়ন, সেলাই ও রং করাসহ যাবতীয় কাজ সম্পন্ন করে বৌদ্ধ ভিক্ষুদের দান করা হয় বলেই একে কঠিন চীবর দান হিসেবে অভিহিত করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত