বরকলে জাতীয় যুব দিবস উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনাসভা

Published: 01 Nov 2023   Wednesday   

জাতীয় যুব দিবস উপলক্ষে বুধবার রাঙামাটির বরকলে বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ এর শ্লোগানকে সামনে রেখে বরকল উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শ্যামরতন চাকমা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হাসানের সভাপতিত্বে বক্তব্যে দেন, বরকল রাগীব রাবেয়া কলেজের অধ্যক্ষ নৈচিং রাখাইন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয় রতন চাকমা। বক্তব্যে দেন উপজেলা যুব সংগঠক সরৎ কুমার চাকমা।


এসময় উপজেলার বিভিন্ন স্থান থেকে যুব সংগঠনের যুবরা অংশ নেয়। অনুষ্ঠানে আলোচনা শেষে জেলা যুব উন্নয়ন কর্তৃক তিন মাসব্যাপী প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের দুইবছরে ঋণ হিসেবে ৫০ হাজার নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়া এ উপলক্ষেস্থানীয় শিল্পীগোষ্ঠীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এর আগে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা চত্বর প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।


প্রধান অতিথির বক্তব্যে রবকল উপজেলায় পরিষদের ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা বলেন, একটা দেশ প্রতিটি পদক্ষেপ এগিয়ে নিতে হলে যুব সমাজের অবদান অতুলনীয়। এখন সরকার যুব উন্নয়ন থেকে বিভিন্ন উপায়ে ঋণ দিচ্ছে, যাতে যুবরা নিজেরাই উদ্যোগী হয়ে চাকরির পেছনে না ঘুরে। নিজেরাই এক একজন উদ্যোক্তা হয়ে কর্মসংস্থান সৃষ্টি করে যেন অন্য মানুষকে কাজ দিতে পারে।


সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হাসান বলেন, একটা দেশের ডেমোগ্রাফিক জিডিপি উপর নির্ভর করে দেশটি কতটা উন্নত। আমাদের দেশের নতুন পেশা তৈরি খুব কম এখনো আমরা আদিম পদ্ধতি কৃষি চাষে পড়ে আছি যার ফলে নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হচ্ছে না। চায়নাতে যেভাবে এগ্রিকালচার থেকে ইন্ডাস্ট্রিরিয়াল এবং ইন্ডিস্ট্রিরিয়াল থেকে সার্ভিসে পরিবর্তন এনেছে ঠিক সেইভাবে দেশের পরিবর্তন নিয়ে আসতে হবে। আমাদের দেশের গার্মেন্টসে অবদান রেখেছে আমাদের নারীরা ঠিক তেমনই নতুন নতুন সেক্টর আবিষ্কার করে জিডিপি অবদানে যুব সমাজকে এগিয়ে আসতে হবে।


উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয় রতন চাকমা বলেন, সুষ্ঠু এবং সুশৃঙ্খল সমাজ গঠনে যুবকদের অবদান রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত