বিলাইছড়িতে যুবদের উন্নয়নে জনসচেতনতামূলক প্রশিক্ষণের আয়োজন

Published: 20 Nov 2023   Monday   

সোমবার (২০ নভেম্বর) বিলাইছড়িতে যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে “সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা” শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

 
উপজেলা কনফারেন্স রুমে আয়োজিত প্রশিক্ষনে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আকতার হোসেন ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া। সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শহিদুল ইসলাম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রুপম চাকমা।এসময় উপজেলার বিভিন্ন ক্লাব ও যুব সংগঠনের সদস্য ও নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
 
প্রশিক্ষনে উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের ‍যুবদের উন্নয়ন ও আত্নকর্মসংস্থানের জন্য বিভিন্ন কর্মকান্ড সম্পর্কে তুলে ধরা হয়।  যুবদের সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে অংশ গ্রহণের মাধ্যমে সমাজ তথা দেশের উন্নয়নে অবদান রাখার পাশাপাশি মাদক ও জঙ্গিবাদ ধমনে সকলকে এগিয়ে এসে সরকার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ করার আহ্বান জানানো হয়। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.
 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত