জ্বালানি কাঠ পাচার নিয়ে পত্রিকায় প্রকাশে সাংবাদিক হিমেল চাকমাকে হত্যার হুমকি

Published: 21 Nov 2023   Tuesday   

রাঙামাটি থেকে জ্বালানি কাঠ পাচার নিয়ে  পত্রিকায় খবর প্রকাশেকর কারণে সাংবাদিক হিমেল চাকমাকে মোবইলে অজ্ঞাত এক ব্যক্তি হত্যার হুমকি দিয়েছে। এ ব্যাপারে তিনি থানায় একটি সাধারন ডায়েরি করেছেন। 

 

জানা গেছে,  রাঙামাটি থেকে জ্বালানি পাচার নিয়ে দৈনিক আজকের পত্রিকায় গত সোমবার প্রকাশিত হয়। এতে ক্ষুব্ধ হয়ে ০১৫৮১২৩৪৮১২নম্বর থেকে হুমকি দেয় ঐ অজ্ঞাত ব্যক্তি ইনডিপেনডেন্ট টেলিভিশন ও দৈনিক আজকের রাঙামাটি জেলা প্রতিনিধি  হিমেল চাকমাকে কাঠ পাচারের রিপোর্ট করলে যেকোন সময় প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এতে হিমেল চাকমা জীবনের নিরাপত্তা চেয়ে রাঙামাটি কোতয়ালী থানায় একটি জিডি করেছেন।

 

সাংবাদিক হিমেল চাকমা বলেন,  গেল ২০ নভেম্বর দৈনিক আজকের পত্রিকায় কাঠ পাচার নিয়ে প্রতিবেদন করেছি। এ রিপোর্টের উপর ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে ১০ টা ৬ মিনিটে এক অজ্ঞাত ব্যাক্তি মোবাইলে নিজের পরিচয় গোপন রেখে কাঠ পাচার নিয়ে নিউজ বিষয়ে কথা বলতে থাকে। ঐ ব্যাক্তি বলে এ রিপোর্টের কারণে সাধারণ পাহাড়ি লোকজন ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে। বাঙালীদের বিরুদ্ধে নিউজ করতে বলে ওই ব্যাক্তি। না হলে যেকোন সময় আমার অঘটন ঘটাবে বলে হুমকি দেয়।  

 

সাংবাদিক হিমেল চাকমা  ও ইনডিপেনডেন্ট টেলিভিশনে রাঙামাটি জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।  রাঙামাটি কোতয়ালী থানা সূত্র মঙ্গলবার সকাল ১০ টা ৬ মিনিটে হিমেল চাকমার ইনডিপেনডেন্ট টেলিভিশনের অফিসিয়াল নম্বরে এ বিষয়টি আমি আমার অফিস ও রাঙামাটি সাংবাদিক সংগঠনগুলোর সাথে কথা বলে তাদের পরামর্শ মতে  থানায় সাধারণ ডায়েরী করেছেন। 

 

রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি অবিলম্বে হুমকিদাতাকে চিহিৃত করে  আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানিয়েছেন।

 

রাঙমাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর আমীন জানান, হুমকির বিষয়ে সাংবাদিক হিমেল চাকমা একটি জিডি করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত