সরকার পার্বত্য চুক্তি বাস্তবায়ন নিয়ে মিথ্যাচার করছে

Published: 02 Dec 2023   Saturday   

শনিবার রাঙামাটিতে পার্বত্য জনসংহতি সমিতির উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৬তম বর্ষ পূর্তি উদযাপিত হয়েছে।

 

সরকার পার্বত্য চুক্তি বাস্তবায়ন নিয়ে জাতিসংঘ থেকে বিভিন্ন স্থানে মিথ্যাচার করে বেড়াচ্ছে বলে দাবী করেছেন বক্তারা। তারা বলেন, অথচ ২৬ বছরেও চুক্তির মৌলিক বিষয়সহ অধিকাংশ ধারাই বাস্তবায়িত হয়নি। পাহাড়ের মানুষ চুক্তি বাস্তবায়ন নিয়ে এখনো শান্ত ও নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করছে। তাদেরকে চুক্তি বাস্তবায়নে অনিয়মতান্ত্রিক আন্দোলন ও চুক্তির পূর্ব পরিস্থিতির দিকে ধাবিত করবেন না। তা না হলে এর পরিনাম ভালো হবে না বলে হুশিয়ারী উচ্চারণ করেন।


পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেলা শাখার উদ্যোগে জেলা জিমনেসিয়াম মাঠে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-সম্পাদক জুলিং মং মারমা। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেলা কমিটির সভাপতি ডাঃ গঙ্গামানিক চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঘাতক দালাল নির্মুল কমিটির চট্টগ্রাম শাখার সভাপতি দোলোয়ার হোসেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারন সম্পাদক দেবদুলাল বণিক, আদিবাসী ফোরামের পার্বত্যাঞ্চল শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, সাংস্কৃতিক কর্মী শিশির চাকমা, জনসংহতি সমিতির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সহ-সম্পাদক জুয়েল চাকমা, পার্বত্র যুব ফোরামের জেলা শাখার সাধারন সম্পাদক সুমিত্র চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক শান্তি দেবী তঞ্চঙ্গ্যা। স্বাগত বক্তব্যে রাখেন অরুন ত্রিপুরা। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্থানে শত শত পাহাড়ী নারী-পুরুষ অংশ নেন। এছাড়া চুক্তি বর্ষ পূর্তি উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কার্যালয়ে আলোচনা সভা ও বাঘাইছড়ি, জুরাছড়ি, বিলাইছড়িসহ বিভিন্ন স্থানে আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


সমাবেশে বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৬ বছরেও পার্বত্য চুক্তি যথাযথ বাস্তবায়িত না হওয়ায় পাহাড়ের মানুষ আজ একটা অস্থিতিশী পরিস্থিতি ও নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছে। সরকারকে অবিলম্বে পার্বত্য সমসাকে রাজিৈনতক উপায়ে সমাধান ও দ্রæত পার্বত্য চুক্তির মৌলিক বিষয়সহ চুক্তির পূর্নাঙ্গ বাস্তবায়নের দাবী জানান বক্তারা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত