বিলাইছড়িতে বেগম রকেয়া ও দুর্নীতি প্রতিরোধ দিবস উদযাপন

Published: 10 Dec 2023   Sunday   

"নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ" প্রতিপাদ্যকে সামনে রেখে   শনিবার বিলাইছড়িতে আন্তর্জাতিক নারী নির্যাতন  প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস  উদযাপিত করা হয়েছে। 
 
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা  পরিষদ মিলনায়তনে এক  আলোচনা সভার আয়োজন করা হয়।  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা নারী ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, থানা উপ-পরিদর্শক  পুলেন বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা  শাক্যপ্রিয় বড়ুয়া ও সহকারী শিক্ষক সুদেব দাশ। অনুষ্ঠান  সঞ্চালনায় ছিলেন রুবেল বড়ুয়া।
 
পরে বসুমতি চাকমা, রেণু বড়ুয়া এবং নিপু চাকমার হাতে শ্রেষ্ঠ জয়িতার সন্মানা স্বারক তুলে দেওয়া হয়। এর আগে সকালে দিবসটি উপলক্ষে সকলের অংশগ্রহণে এক  মানববন্ধন  ও  র‍্যালি অনুষ্ঠিত হয়। 
 
বক্তারা, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এর অবদানের কথা তুলে ধরেন এবং তার  নীতি অনসরণ করে পথ চলার আহ্বান জানান। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.
 
 
 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত