পানছড়িতে নিহত ৪ ইউপিডিএফ নেতাকর্মীর ময়না তদন্ত সম্পন্ন,থানায় মামলা

Published: 13 Dec 2023   Wednesday   

খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত ইউপিডিএফ নেতা বিপুল চাকমাসহ চারজনের মরদেহ বুধবার ময়নাতদন্ত স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পানছড়ি থানায় অজ্ঞাত ১৫/২০জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। 

 

উল্লেখ্য, গেল সোমবার রাতে পানছড়ির লোগাং ইউনিয়নের এর অনিল পাড়ায় দুর্বৃত্তের গুলিতে নিহত হন ইউপিডিএফ সমর্থিত  গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, পিসিপির কেন্দ্রীয় সহ-সভাপতি সুনীল ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরাম লিটন চাকমা ও ইউপিডিএফ সংগঠক রুহিন বিকাশ ত্রিপুরা। ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছে ইউপিডিএফ সংগঠক নীতি দত্ত চাকমা, হরিকমল ত্রিপুরা ও প্রকাশ ত্রিপুরা।

 

জানা গেছে, পুলিশ পানছড়ির লোগাং ইউনিয়নের এর অনিল পাড়া থেকে ৪ ইউপিডিএফ নেতাকর্মীর মরদেহ উদ্ধার পানছড়ি থানায় নেয়। বুধবার দুপুরে পানছড়ি থানা থেকে মরদেহ খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মর্গে লাশের ময়না তদন্ত  সম্পন্ন  করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এদিকে,নিহত বিপুল চাকমার চাচা নিরুপম চাকমা এ ঘটনায় বাদী হয়ে পানছড়ি থানায়  অজ্ঞাত ১৫/২০জনকে আসামী করে একটি  মামলা দায়ের করেছেন ।

 

হাসপাতাল মর্গে  আসা নিহতের স্বজনরা বলেছেন, তারা পাহাড়ের আর এ ধরনের হানাহানি- মারামারি চান না। আর যেন কোন বাবা-মা তার ছেলে, স্ত্রী স্বামী, বোন ভাই হারা না হন সেজন্য  সকল রাজনৈতিক দলদের প্রতি আহ্নবান জানিয়েছেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত