অপহৃত তিন ইউপিডিএফ সদস্যকে উদ্ধারঃ ইউপিডিএফের দাবী সাজানো নাটক

Published: 15 Dec 2023   Friday   

খাগড়াছড়ি পানছড়ি থেকে অপহৃত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) এর তিন সদস্যকে বৃহস্পতিবার রাতে উদ্ধার করা হয়েছে। 

 

পুলিশ জানায়, অপহৃত তিন ইউপিডিএফ সদস্য হরি কমল ত্রিপুরা, প্রকাশ ত্রিপুরা ও নীতি দত্ত চাকমাকে লতিবান ইউনিয়নের তারাবনছড়া এলাকার একটি জুম থেকে তাদেরকে উদ্ধার করে আইন-শৃংখলা বাহিনী। পরে তাদেরকে  পানছড়ি থানায় নিয়ে আসা হয়। 

 

পানছড়ি থানার ওসি সফিউল আজম জানান, উদ্ধারের পর রাতে হরি কমল ত্রিপুরা, প্রকাশ ত্রিপুরা ও নীতি দত্ত চাকমাকে থানায় নিয়ে আসেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

 

ইউপিডিএফের দাবী উদ্ধারের ঘটনাটি সাজানো নাটক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বৃহস্পতিবার লতিবান ইউনিয়নের তারাবনছড়া এলাকা থেকে অপহৃত তিন ইউপিডিএফ সদস্যকে উদ্ধারের দাবিকে একটি সাজানো নাটক বলে দাবী করেছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ)  পানছড়ি  ইউনিটের সংগঠক অপু ত্রিপুরা।

 

ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত  সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে এ দাবী করা হয়, পানছড়ি উপজেলাধীন লতিবান ইউনিয়নের তারাবনছড়া এলাকায়  কর্তৃক অপহৃত তিন ইউপিডিএফ সদস্যকে উদ্ধারের জন্য অভিযান চালিয়েছে বলে যে তথ্য দেওয়া হয়েছে তাতে বিন্দুমাত্র সত্যতা নেই। সেখানে  বৃহস্পতিবার রাতে কিংবা অন্য সময় কোন ধরনের উদ্ধার তৎপরতা লক্ষ্য করা যায়নি। 

 

বিবৃতিতে গেল ১১ ডিসেম্বর রাতে পানছড়ির অনিলপাড়ায় বিপুল চাকমাসহ চার ইউপিডিএফ নেতাকে ঠাণ্ডা মাথায় গুলি করে হত্যার পর ঠ্যাঙাড়ে বাহিনীর সদস্যরা অপর তিন ইউপিডিএফ সদস্য নীতিদত্ত চাকমা, হরিকমল ত্রিপুরা ও প্রকাশ ত্রিপুরাকে অপহরণ করে নিয়ে যায় এবং পানছড়ির মানিক্যাপাড়ার তাদের আস্তানায় আটকিয়ে রাখে।

 

বিবৃতিতে অবিলম্বে ঠ্যাঙাড়েদের দিয়ে জনগণ ও ইউপিডিএফের সাথে এ ধরনের নিষ্ঠুর খেলা বন্ধ করে উক্ত তিন সদস্যকে ইউপিডিএফের কাছে হস্তান্তরের দাবি জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত