ব্যবসায়ীকে চাঁদা দাবি ও দোকান ভাংচুরের অভিযোগ এনে সংবাদ সম্মেলন

Published: 23 Dec 2023   Saturday   

রাঙামাটিতে চাঁদা দাবি ও দোকান ভাংচুর করার অভিযোগ এনে শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগি এক ব্যবসায়ি।


রাঙামাটি রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন করে কলেজ গেট এলাকার ব্যবসায়ি মোঃ কামাল হোসেন অভিযোগ করেন।


সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, কলেজগেট এলাকার আমানতবাগ সড়কের মূখে গেল ২১ বছর আগের আমার একটি দখলীয় ছোট দোকান ঘর রয়েছে। ওই দোকান ঘর থেকে আমাকে উচ্ছেদ করার জন্য গভীর ষড়যন্ত্র চলছে। ওই দোকানঘর থেকে আমাকে উচ্ছেদ করার জন্য মোঃ ইউছুফ পোষ্ট অফিসে কর্মরত,সাবেক কাউন্সিলর বর্তমান আওয়ামীলীগ নেতা বিল্লাল হোসেন টিটু ও কলেজ গেইটের আরেক আওয়ামীলীগ নেতা মোঃ জসিম উদ্দিন প্রাণেনাশের হুমকি ধমকি দিচ্ছে। গেল শুক্রবার (২১ডিসেম্বর) আমাকে উচ্ছেদ করার জন্য রাঙামাটি সরকারি কলেজের ভেতরে গোপণ মিটিং করে।


তিন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এনে কামাল হোসেন আরো বলেন, গেল ২৭ নভেম্বর সড়ক ও জনপথ বিভাগ থেকে অবসরপ্রাপ্ত এবং মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মুক্তার আহম্মদ ও পোষ্ট অফিসে কর্মরত এবং মসজিদ কমিটির অর্থ সম্পাদক মোঃ ইউসুফ মিয়া গং রাতের অন্ধকারে আমার একটি বড় দোকান ভাংচুর করে মালামাল নিয়ে যায়। মসজিদ নির্মাণ নিয়ে আমার কোন প্রকার আপত্তি নাই। কিন্তু মসজিদের নাম বিক্রি করতে চাঁদাবাজি করার জন্য পায়তারা করছে। সড়ক ও জনপথ বিভাগ বা গণপূর্ত বিভাগের লোকজন আমাকে কোন কিছুই বলেনি। কিন্তু সমস্যা করছে এসব লোকজন। আমি এসব চাদাঁবাজ ধান্দাবাজ থেকে পরিত্রাণ পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।


এ ব্যাপারে অভিযুক্ত মোঃ ইউসুফ মিয়া ও সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন টিটুর কাছ থেকে জানতে চাওয়া হলে তারা জানান, কোন দুঃখে বা কেন আমরা কামালের দোকান ভাংচুর করতে যাব। আবেগে কত জন কত কিছু বলে। তার ব্যাপারে কি করবে না করবে সেটা সড়ক ও জনপথ বিভাগ এবং গণপূর্ত বিভাগ ভাল জানে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত