ঘাতক গ্যাসবাহি ট্রাক কেড়ে নিল মফিজুর রহমানের প্রাণ

Published: 25 Dec 2023   Monday   

রাঙামাটি শহরের ভেদভেদীস্থ রেডিও স্টেশন এলাকায় সোমবার সন্ধ্যায় জ্বালানী গ্যাসবাহি  ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একজন নিহত হয়েছেন। তার নাম মফিজুর রহমান।  শহরের তবলছড়িস্থ ধনামিয়ার টিলার বাসিন্দা। 


প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা সোয়া ৭টা দিকে চট্টগ্রাম  থেকে রাঙামাটি উদ্দেশ্য আসা ইউনিটেক্স এলপি গ্যাস কোম্পানীর মালিকানাধীন গ্যাসবাহি একটি গাড়িটি শহরের ভেদভেদীস্থ লোকনাথ মন্দিরের পাশে রাস্তার ঢালু পাহাড় উঠছিল। এসময় রাস্তার পাশে থাকা পথচারী মফিজুর রহমানকে চাপা  দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। গ্যাসবাহি  গাড়িটি এলপিজি অটোগ্যাস ফিলিং স্টেশনের জন্য গ্যাস নিয়ে আসছিলো। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে লাশ ময়না তদন্তের জন্য রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। 

 

নিহতের ভাতিজা ওয়াসিউর রহমান জানান, প্রায় ৯ থেকে ১০ বছর যাবৎ তার চাচা মফিজুর রহমান ভারসাম্যহীন রোগি হিসেবে বেঁচে আছে। সোমবার সকাল ১০টায় সে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। এখন জানতে পেরেছি চাচা মারা গেছেন। চাচার ২মেয়ে ও এক ছেলে রয়েছে।


অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা এলপিজি গ্যাসের গাড়ী চালক চাপা দিলে ভারসাম্যহীন ব্যক্তিটি মারা যান। পুলিশ তাৎক্ষণিকভাবে খোজ খবর নিয়ে ট্রাক চালক  জাহাঙ্গীর আলমকে আটক করতে সক্ষম হয় ও গাড়ীটি জব্দ করেছে।  এ ব্যাপারে প্রচলিত আইনে চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত