রাঙামাাটিতে সেনা বাহিনীর শীতবস্ত্র ও চিকিৎসার আর্থিক সহায়তা প্রদান

Published: 27 Dec 2023   Wednesday   

রাঙামাটি সেনা রিজিয়নের উদ্যোগে বুধবার অসহায় ও দুস্থ পাহাড়ী-বাঙালিদের মাঝে শীতবস্ত্র বিতরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন, ঘর মেরামতের জন্য ঢেউ টিন, অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার মানবিক সহায়তা হিসেবে অর্থ প্রদান করা হয়েছে।


রাঙামাটি রিজিয়নের প্রান্তিক হল রুম মাঠে শীতবস্ত্র, সেলাই মেশিন, চিকিৎসার সহায়তা অর্থ প্রদান করেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ এসপিসি, এএফডব্লিউসি,পিএসসি। এসময় উপস্থিত ছিলেন মেজর মোঃ মফিকুল ইসলাম, মেজর তাজদিক বিন নজরুল ও জিটুআইসি মেজর মোঃ আসফিকুর রহমান। বিতরণকালে এসময় ব্রিগেডিয়ার কমান্ডার অসহায় ও দুস্থ পাহাড়ী-বাঙালিদের মাঝে দুই শত কম্বল, ৩টি সেলাই মেশিন, ঢেউ টিন ও চিকিৎসার জন্য নগদ ১ লাখ ৬০ হাজার টাকা প্রদান করেন।


এসময় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতী, বর্ণ, ধর্ম নির্বিশেষে জাতী, উপজাতী ভেদাভেদ ভুলে গিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। এধরনের সেবামূলক কার্যক্রমে রাঙামাটি রিজিয়ন তার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে নিশ্চিত করণের লক্ষ্যে কাজ করতে এবং দূর্গম এই পাহাড়ী এলাকার জনসাধারণের কল্যাণার্থে সকল কার্যক্রমে সকলের পাশে থাকতে সর্বদা দৃঢ প্রতিজ্ঞ। এধরণের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত