কাপ্তাইয়ে বিএফআইডিসির রেস্ট হাউসে বন্য হাতির হামলা

Published: 08 Jan 2024   Monday   

রাঙামাটির কাপ্তাই শিল্প এলাকায় অবস্থিত বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন(বিএফআইডিসি) এর লাম্বার প্রসেসিং কেন্দ্রের (এলপিসি) রেস্ট হাউস কক্ষে ডুকে বন্য হাতির পালটি রান্নাঘরে ব্যাপক ভাংচুর করেছে। সোমবার(৮জানুয়ারী) দিবাগত রাত ৩টা হতে ভোর ৫টা পর্যন্ত বন্য হাতির পালটি এ তান্ডব চালায়।    এ  ঘটনায় কাপ্তাই শিল্প এলাকায় বসবাসরত বাসিন্দাদের মধ্যে আতংক দেখা দিয়েছে।

 

এলপিসির সহ ব্যবস্থাপক( হিসাব) বিলাস কুমার বিশ্বাস জানান, হাতির পালটি রেস্ট হাউসের দরজা,জানালা ও রান্নাঘর ব্যাপক ভাংচুর করে। এসময় রেস্ট হাউসের কর্তব্যরত আনসার সদস্যরা দৌঁড়ে পালিয়ে রেস্ট হাউজের দ্বিতীয় তলায় অবস্থান নেন এবং রেস্ট হাউজে অবস্থানরত সকলকে সচেতন করেন। এছাড়া  হাতির পালটি একই রাতে কাপ্তাই সহ ব্যবস্থাপনা কমিটির ( সিএমসি) সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার কার্যকরী সাধারণ সম্পাদক কাজী মাকসুদুর রহমান বাবুলের কলাবাগান খেয়ে সাবার করে দিয়েছে। 

 

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগরে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা আবু সুফিয়ান বলেন ,বনের মধ্যে কোন খাদ্য না থাকার কারনে লোকালয়ে  হাতির পাল আসছে। হাতির পালের  কয়েকটি বাচ্চা হওয়ার কারণে খাদ্যর সন্ধানে লোকালয়ে হামলা করছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত