কাউখালীতে ওয়ার্ড আওয়ামীলীগের ৩কর্মীকে অপহরণের অভিযোগ

Published: 08 Jan 2024   Monday   

সোমবার রাঙামাটির কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের দুর্গম বড় আমছড়ি এলাকা থেকে ওয়ার্ড আওয়ামীলীগের ৩কর্মীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। অপহৃতরা হলেন,চাখিয়াই মং মারমা(২২), বাদ মারমা(৩৩) ও চিংথোয়াই প্রু মারমা(৩৮)। নির্বাচনে নৌকার পক্ষে কাজ করায় তাদের অপহরণ করা হয় বলে অভিযোগ।


স্থানীয় গ্রামবাসী সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রাথী দীপংকর তালুকদারের পক্ষে এলাকায় নির্বাচনী কাজ করেছিলেন কলমপতি ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ কর্মী চাখিয়াই মং মারমা, বাদ মারমা ও চিংথোয়াই প্রু মারমা। অপহরণকারী র্নিচনী প্রচার-প্রচারনা থেকে বিরত থাকার জন্য বলে আসছিল। কিন্তু কোন কথা কর্নপাত না করায় তাদের তিনজনকে অপহরণ করে দুর্বৃত্তরা। এলাকাটি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) এর নিয়ন্ত্রিত। ইউপিডিএফ নির্বাচন বর্জনের ঘোষনা দিয়েছিল। অপহৃতরা কলমপতি ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ কর্মী বলে জানা গেছে।


কাউখালী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কলমপতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ক্যাজাই মারমা সত্যতা স্বীকার জানান, ইউপিডিএফ নির্বাচন বর্জন করেছিল এবং এলাকাটি তাদের নিয়ন্ত্রিত। নির্বাচনে নৌকার পক্ষে কাজ না করতে তাদের বাধা দেওয়া হয়েছিল। সে কারণেতাদের অপহরণ করা হয়েছে বলে ধারনা। তবে অপহৃতদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।


এ ব্যাপারে ইউপিডিএফের  মূখপাত্রঅংগ্য মারমা জানান, অপহরণের কোনো প্রশ্নই উঠে না। দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই তাই আমরা নির্বাচন বর্জন করেছি। এতে আমাদের কারোর সাথে বা কোনো প্রার্থীর সাথে শত্রæতা নেই। তাই অপহরণের বিষয়টি অবাঞ্ছিত। তিনি উল্টো তাদের নেতাকর্মীদের উপর নতুন করে আইন-শৃঙ্খলা বাহিনী অপারেশন নামে হয়রানি পরিকল্পনা করছে।


কাউখালী থানার ওসি রাজিব চন্দ্র কর অপহরণের বিষয়টি শুনেছি উল্লেখ করে জানান,এখনো কেউ এ ব্যাপারে অভিযোগ করতে আসেননি। আসলে পুলিশ ব্যবস্থা নেবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত