গুইমারায় তিন একর জায়গার ৩০কোটি টাকার গাঁজা ধ্বংস করে দিয়েছে পুলিশ

Published: 16 Jan 2024   Tuesday   

মঙ্গলবার খাগড়ছড়ির গুইমারা উপজেলার ১ নং গুইমারা ইউপিস্থ ৯ নং ওয়ার্ড চৌধুরী পাড়া নামক স্থানে গহীন অরণ্যে  দুর্গম  পাহাড়ের পাদদেশে  ৩ একর  গাঁজা ক্ষেত সন্ধান পেয়েছে পুলিশ।  এসময় প্রায় ৩ হাজার গাছ কেটে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে।  ধ্বংসকৃত ৩০ হাজার কেজি গাজাঁর বাজার মূল্য  ৩০ কোটি টাকা বলে পুলিশ জানিয়েছে। 

 

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মুক্তা ধরের সার্বিক নির্দেশনায় গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফুল আমিন নেতৃত্বে  মঙ্গলবার সকালের দিকে গুইমারা ইউপিস্থ ৯ নং ওয়ার্ড চৌধুরী পাড়া নামক স্থানে গহীন অরণ্যে  এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এময় পাহাড়ের পাদদেশে প্রায় ৩ একর পরিত্যক্ত ভূমিতে চাষকৃত ৩ হািজার ২৫টি পরিপক্ক গাজা গাছের সন্ধান পায়। যার  ওজন ত্রিশ হাজার দুইশত পঞ্চাশ কেজি।  এসব গাজার বর্ত মান বাজার মূল্য অনুমানিক ত্রিশ কোটি পঁচিশ লক্ষ টাকা। উদ্ধারকৃত গাজা  খাগড়াছড়ির জেলা আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদুল আলমের  উপস্থিতিতে গাঁজার ক্ষেত ধ্বংস করা হয়। তবে এসময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। 

 

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রায় ৩ একর পাহাড়ী টিলার উপর চাষ করা গাঁজা ক্ষেতের সন্ধান পাওয়া গেছে। পরে সেগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে।  জড়িতদের শনাক্তের কাজ  চলছে। জড়িতদের কোন ছাড় দেওয়া হবে না। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত