সাজেকে আঞ্চলিক দু’দলের গোলাগুলিতে সাত বছরের শিশু গুলিবিদ্ধ

Published: 11 Feb 2024   Sunday   

পাহাড়ে আঞ্চলিক দুই দলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির সময়  রোমিও ত্রিপুরা নামের সাত বছরের এক শিশু গুলিবিদ্ধ হয়ে হয়েছে। রোবার দুপুরের দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের  প্রত্যান্ত মাল্ল্যাং পাড়া  এলাকায় এ ঘটনা ঘটেছে। 


এলাকাবাসীরা জানায়,  রোববার দুপুরের দিকে সাজেক ইউপির শিয়ালদহলুই মৌজার  মাল্ল্যাং পাড়া এলাকায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও ইউনাইটেড পিপলস ডেমোক্রিক ফ্রন্টের মধ্য গোলাগুলি চলে। এক পর্যায়ে রোমিও ত্রিপুরার শরীরে লাগলে সে  গুরুত্বর আহত হয়।   আহত রোমিও ত্রিপুরা। সে মাল্ল্যাং পাড়া গ্রামের সুখেন ত্রিপুরার ছেলে।



সাজেক ইউপির চেয়ারম্যান অতুলাল চাকমা জানিয়েছেন, দু পক্ষের মধ্য গুলি বিনিময়ের সময় এক শিশু গুলিবিদ্ধ হয়েছে বলে স্হানীয়দের কাছ থেকে জানতে পেরেছেন।  তার গুলি পেটে লেগে নাড়ী ভূড়িঁ বেরিয়ে গেছে।  মাল্ল্যাং পাড়ায়  থেকে আহত শিশুটিকে হাসপাতালে নিয়ে যেতে সময় লাগছে।  তবে কংলাক থেকে  একটি এ্যাম্বুলেন্স আনতে গেছে।  শিশুটিকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হবে। 

 

এদিকে সাজেক থানার পরিদর্শক(তদন্ত) দেবাশীষ রায়  জানিয়েছেনএখনো এ ঘটনার ব্যাপারে  তিনি অবগত নন। 

--হিলডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত