ভাষা শহীদদের প্রতি রাঙামাটির সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

Published: 21 Feb 2024   Wednesday   

অমর একুশে ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে বুধবার রাঙামাটির সর্বস্তরের মানুষ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করেছেন।

একুশের প্রথম প্রহরে ১২টা ১মিনিটে রাঙামাটি শহরের রিজার্ভ বাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার মীর আবু তৌহিদসহ উর্দ্ধতন কর্মকর্তারা। এরপর জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জ¦রতী তংচংগ্যা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রæ চৌধুরী ও জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়া একুশের প্রথম প্রহরে পুস্পমাল্য অর্পন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা। সকালের দিকে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার ও বিশ্ববিদ্যালয়ের প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমার নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণ করেন, চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায়, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার।

এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা প্রভাত ফেরীর মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করেছেন। এছাড়া দিবসটি উপলক্ষে দৈনিক পার্বত্য চট্টগ্রামের উদ্যোগে শহীদ মিনার প্রাঙ্গনে শিশু-কিশোরদেও নিয়ে চিত্রাঙ্গন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত