পাহাড়ে অসহায় ও গরীব মানুষের প্রাথমিক চিকিৎসায় সেবায় দুদিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

Published: 29 Feb 2024   Thursday   

পাহাড়ে প্রত্যান্ত এলাকার গরীব ও অসহায় মানুষের প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানের লক্ষে বৃহস্পতিবার থেকে দুদিন ব্যাপী বেসিক মেডিকেল ওয়ার্কারদের কর্মদক্ষতা উন্নয়ন প্রশিক্ষন উদ্বোধন করা হয়েছে।

শহরের উদ্যোগ রিসোর্স সেন্টারে বেসরকারী উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ারের আয়োজনে প্রশিক্ষণের উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ নীহার রঞ্জন নন্দী। হিল ফ্লাওয়ারের নির্বাহী পরিচালক ডাঃ নীলু কুমার তংচংগ্যার সভাপতিত্বে বক্তব্যে প্রশিক্ষক ও সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোঃ ফয়সাল। দুদিন ব্যাপী প্রশিক্ষণে কাপ্তাই উপজেলার প্রত্যান্ত ৩টি ইউনিয়ন থেকে ৩০জন নারী বেসিক মেডিকেল ওয়ার্কার হিসেবে অংশ নিয়েছেন। প্রশিক্ষণ শেষে এসব নারী বেসিক মেডিকেল ওয়ার্কাররা সরকারী কমিউনিটি ক্লিনিকের পাশাপশি প্রান্তিক গরীব ও অসহায় মানুষের প্রাথমিক চিকিৎসা সেবায় কাজ করবেন।

প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডাঃ নীহার রঞ্জন নন্দী বলেন, রাঙামাটি জেলায় স্বাস্থ্য সেবা দোর গড়ায় পৌছে দিতে স্বাস্থ্য বিভাগ কাজ করে যাচ্ছে। এখন প্রতিনিটি ইউনিয়নে সরকারের স্বাস্থ্য কমিউনিটি ক্লিনিকের কর্মীরা কাজ করছেন। এছাড়া মা ও শিশুদের স্বাস্থ্য সেবায় আগামী মার্চ মাসের মধ্যে বাঘাইছড়ি, কাপ্তাই ও কাউখালীতে নবজাতকের প্রসব কেন্দ্র চালু করা হবে।

তিনি প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্য বলেন, আপনারা প্রশিক্ষণ গ্রহন করে গরীব ও অসহয় মানুষের স্বাস্থ্য সেবা মনোভাব নিয়ে কাজ করবেন। এখানে চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মী সবাই স্বাস্থ্য সেবা কর্মী। মানুষের কল্যাণের জন্য কাজ করতে হবে। সরকারের স্বাস্থ্য কমিউনিটি ক্লিনিকের কর্মীদের সাথে সমন্বয় রেখে কাজ করতে হবে এবং এলাকার মানুষের মাঝে কোন জটিল রোগ দেখা দিলে সরকারী হাসপাতালে পাঠানোর পরামর্শ দিতে হবে। সরকারী হাসপাতালগুলো এখন আধুনিক হয়েছে। তবে বেসরকারী হাসপাতালে জটিল রোগী গেলে অর্থ খরচ যোগান দিতে পারে না। সরকারী হাসপাতালে চিকিৎসা নিলে শুধু পাঁচ টাকা দিয়ে টিকিট ক্রয় ঔষধের খরচের কিছু আনুসাঙ্গিক টাকা লাগবে। এছড়া বাড়তি টাকা খরচ হয় না সরকারী হাসপাতালে।

উল্লেখ্য, বেসরকারী উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ারের তত্বাবধানে জার্মানী দাতা সংস্থা ব্রেড ফর ওয়ার্ল্ড অর্থায়নে ২০১৬ সাল থেকে রাঙামাটির কাপ্তাই উপজেলার প্রত্যান্ত চিৎমরম, কাপ্তাই ও ওয়াগ্গা ইউনিয়নে গরীব ও অসহায় মানুষের প্রাথমিক স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করছে। এ প্রকল্পটি আগামী ২০২৫ সালে নাগাদ সমাপ্ত হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত