খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি আটক

Published: 25 Oct 2024   Friday   

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সমকাল এর জেলা প্রতিনিধি প্রদীপ চৌধুরীকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে খাগড়াছড়ি সদর থানার নিচ থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, শহরের মিলনপুর এলাকায় একটি অনুষ্ঠান থেকে ফিরছিলেন প্রদীপ চৌধুরী। বাড়ি ফেরার পথে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। ৫ আগষ্ট পটপরিবর্তনের পর তার বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানা, মানিকছড়ি, পানছড়ি ও দীঘিনালা থানায় পৃথক ৫টি মামলা দায়ের করা হয়। এরমধ্যে ৪টি মামলাই করেছেন বিএনপি‘র নেতাকর্মীরা। ২০১২ সাল থেকে বিভিন্ন সময়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, বিএনপি কার্যালয় ভাংচুরসহ বিভিন্ন অভিযোগে এসব মামলা করা হয়। এছাড়া ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে সংঘর্ষের ঘটনায় করা মামলায়ও তাকে আসামী করা হয়।
 
সাংবাদিক প্রদীপ চৌধুরী খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং দৈনিক সমকাল ও সুপ্রভাত বাংলাদেশ এর খাগড়াছড়ি জেলা প্রতিনিধি। তিনি ‘নিরাপদ সড়ক চাই আন্দোলনের জেলা শাখার সভাপতি ও খাগড়াছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলনের সভাপতি।

উল্লেখ্য, এসব মামলায় খাগড়াছড়ির আরো ৬ সাংবাদিককে আসামী করা হয়েছে। সাংবাদিক প্রদীপ চৌধুরীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নসহ জেলার সিনিয়র সাংবাদিকরা। এক বিবৃতিতে অবিলম্বে তাকে মুক্তির দাবী করা হয়। একই সাথে তদন্ত ছাড়া কোন সাংবাদিককে গ্রেফতার না করার অনুরোধ করা হয়।

---হিলবিডি২৪/সম্পাদনা/এ,ই

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত