রাঙামাটিতে উদীচীর রবীন্দ্র সন্ধ্যা

Published: 09 May 2015   Saturday   

কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪ তম জন্মজয়ন্তী উপলক্ষে উদীচী তবলছড়ি শাখা সংসদ উদ্যোগে  আলোচনা সভা ও রবীন্দ্র সন্ধ্যার আয়োজন করা হয়েছে।

 

শুক্রবার রাঙামাটি পাবলিক কলেজ মিলনায়তনে “তোমার পতাকা যারে দাও,তারে বহিবারে দাও শকতি” এ শ্লোগানকে সামনে রেখে  আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উদীচীর তবলছড়ি শাখার আহবায়ক সাগর পাল। অতিথি হিসেবে উপস্থিত জেলা সংসদের সভাপতি অমলেন্দু হাওলাদার,রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক প্রেসক্লাব সভাপতি সুনীল কান্তি দে,উদীচী রাঙামাটি জেলা সংসদের সাবেক সহ-সভাপতি এম জিসান বখতেয়ার।

 

আলোচনা শেষে উদীচী তবলছড়ি শাখার সদস্য চায়না পাটোয়ারীর উপস্থাপনায় উদীচীর সদস্যরা রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে শুরুতে মঞ্চে নিয়ে আসেন রবীন্দ্রনাথের লেখা শেষ গান “হে নুতন দেখা দিক আরবার” পরিবেশিথ হয়। এরপর কবি প্রকৃতি পর্যায়ে মিশ্র কেদারা রাগে  ১৯২৪ সালে ৬৫ বছর বয়সে লেখা “ জনপ্রিয় রবীন্দ্র সঙ্গীত “আকাশ ভরা সুর্য তারা বিশ্বভরা প্রান এ গানটি পরিবেশন করেন শিল্পী সিনগ্ধা চাকমা।

 

 রবীন্দ্র জন্মজয়ন্তী অনুষ্ঠানে চায়না পাটোয়ারীর মনোমুগ্ধকর উপস্থাপনায় শিশু শিল্পী উপমা বড়–য়া  পরিবেশন করেন রবিঠাকুরের ১৯১০ সালে “রাজা” নাটকের জন্য ৪৯ বছর বয়সে রচিত “মম চিত্তে নিতে নৃত্যে কে যে নাচে” এ জনপ্রিয় গানটি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত