৮ জনু থেকে রাঙামাটিতে দুদিন ব্যাপী বাংলাদেশ গনসংগীত নাটোৎসব শুরু হচ্ছে

Published: 01 Jun 2015   Monday   

৮ জনু থেকে দুদিন ব্যাপী বাংলাদেশ গনসংগীত নাটোৎসব রাঙামাটিতে অনুষ্ঠিত হচ্ছে।

নাটোৎসবকে সফল করতে ২৭মে রাঙামাটির অস্থায়ী কার্যালয়ে এক জরুরী সভার আয়োজন করা হয়্ সভাপতিত্ব করেন উৎসব কমিটির রাঙামাটি জেলার আহ্বায়ক সুনীল কান্তি দে।

সভায় রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউটের অডিটরিয়ামে ৮ ও ৯ জুন  উৎসবে  প্রধান অতিথি হিসেবে চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশীষ রায় এবং  সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্মানিত সভাপতি গোলাম কুদ্দুসকে উদ্বোধক হিসেবে অনুষ্ঠান উদ্ধোধনের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া সভায় উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে একটি আহ্বায়ক কমিটি, উপদেষ্টা কমিটি  ও কয়েকটি উপ-কমিটি গঠন,একটি খসড়া বাজেট তৈরি করা হয়।

সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন  রাঙামাটি পৌরসভা পৌর কাউন্সিলর ও সংস্কৃতিকর্মী কালায়ন চাকমা, সংগীত শিক্ষক ও সংস্কৃতিকর্মী মনোজ বাহাদুর, জুম ঈসথেটিক কাউন্সিল (জাক) সভাপতি এ্যডভোকেট মিহির বরণ চাকমা,  বাংলাদেশ বেতার, রাঙ্গামাটি আঞ্চলিক কেন্দ্রের সংগীত প্রযোজক রনেশ্বর বড়–য়া,রাঙামাটির ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউ-এর কালচারাল অফিসার সবীর চাকমা, খেলাঘর আসরের রাঙামাটি ইউনিটের  সাধারণ সম্পাদক লিটন দেব, উদিচী, রাঙামাটি জেলা ইউনিটের সাধারণ সম্পাদক বিজয় ধর, গিরিসুর শিল্পী গোষ্ঠীর প্রতিনিধি বিজ্ঞান্তর তালুকদার, বাংলাদেশ বেতার, রাঙামাটি আঞ্চলিক কেন্দ্রের অনুষ্ঠান ঘোষক্ শিখা ত্রিপুরা,খেলাঘর আসর রাঙামাটি জেলা ইউনিটের সম্পাদক মন্ডলীর সদস্য সৈকত রঞ্জন চৌধুরী, শিল্পী নিকুঞ্জের সভাপতি দেবাশীষ কর দেবু, জেলা শিল্পকলা একাডেমীর সঙ্গীত শিক্ষক মিলন ধর।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত