বান্দরবানে কৃষি ব্যাংকের পর্যালোচনা সভা

Published: 23 Aug 2015   Sunday   

বান্দরবানে বাংলাদেশ কৃষি ব্যাংক বান্দরবান অঞ্চলের শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মীদের ২০১৫-১৬ অর্থ বছরের ১ম পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার জেলা কার্যালয়ের সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের আর্ন্তজাতিক ও হিসাব মহাবিভাগের মহাব্যবস্থাপক পীযূষ চন্দ্র ভাওয়াল।  বান্দরবান অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো: আশরাফ উল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি  ছিলেন চট্টগ্রাম বিভাগের মহাব্যবস্থাপক ঠাকুর দাস কুন্ডু, বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা এস এ এম নুরুল হক খন্দকার, এক্সপ্রেস মানি সার্ভিসেস লিমিটেড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার শামীম ইফতেখার। বান্দরবান জেলার নয়টি কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মীরা পর্যালোচনা সভায় অংশ গ্রহন করেন।

সভায় বক্তারা শস্য, মৎস্য, প্রাণী সম্পদ, আমদানী বিকল্প মসলা জাতীয় শস্য ও এসএমই ঋণ বিতরণের উপর গুরুত্বারোপ করেন।

সভায় প্রধান অতিথি  জেলার ব্যাংকের প্রত্যেক শাখায় কমপক্ষে পাঁচজন নারী উদ্যোক্তাকে ঋণ গ্রহীতা সৃষ্টি করার জন্য দিক নির্দেশনা প্রদান করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত