রাঙামাটিতে জাতিসংঘ শিশু অধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

Published: 17 Sep 2015   Thursday   

রাঙামাটির সদর ও কাউখালী উপজেলায় জাতিসংঘ শিশু অধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা দুদিন ব্যাপী বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে।

উপজেলার ইপসা এইচআরডিসি সন্মেলন কক্ষে স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র সেভ দ্য চিলড্রেন এর আর্থিক সহায়তায় কর্মশালার উদ্বোধন করেন কাউখালী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আখতার। সেভদ্য চিলড্রেন-এর উর্ধ্বতন প্রকল্প কর্মকর্তা অনিতা সেনের সভাপতিত্বে কর্মশালায় আশিকার নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, আশিকা’র প্রোগ্রাম ডিরেক্টর এডভোকেট কক্সী তালুকদার, প্রকল্প সমন্বয়ক ত্রিপন চাকমাসহ ও উপজেলার প্রকল্প কর্মীবৃন্দরা উপস্থিত ছিলেন। কর্মশালায় সেভ দ্য চিলড্রেন এর অনিতা সেন শিশুর ক্ষমতায়ন ও প্রকল্পের উদ্দেশ্য সম্পর্কে বিশদ আলোকপাত করেন। প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনে কাউখালী উপজেলার সহকারি শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা প্রশিক্ষক ছিলেন। দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় 

বিদ্যালয়ের শিক্ষক, এসএমসি ও সিএমসিসহ ৩৫ জন অংশ   নেন। প্রধান অতিথির বক্তব্যে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আখতার বলেন, আশিকা কর্তৃক মাতৃভাষাভিত্তিক বহুভাষিক শিক্ষা কার্যক্রম এখানকার শিশুদের জন্য একটি ভালো শিক্ষা উদ্যোগ। তিনি এই শিক্ষা উদ্যোগকে অব্যাহত রাখার জন্য আশিকা ও সেভ দ্য চিলড্রেনকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেন।

কর্মশালায় আশিকার নির্বাহী পরিচালক বিল্পব চাকমা বলেন, আশিকার ব্যবস্থাপনায় কাউখালী উপজেলায় মারমা ভাষায় ৫টি প্রাক-প্রাথমিক স্কুল ও ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ছুটির পর ১ম ও ২য় শ্রেণীর চাত্র-ছাত্রীদেরকে প্রাইভেট সহায়তা প্রদান হরা হচ্ছে।

এদিকে সোম-মঙ্গলবার রাঙামাটি সদর উপজেলার ৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (সাপছড়ি, রাজদ্বীপ ও গুঁইছড়ি) ৩ জন প্রধান শিক্ষক, ৩ জন সহকারি শিক্ষক, ৩ জন এসএমসি সদস্য ও আশিকার ৫টি প্রি-স্কুলের ১০ জন সিএমসি সদস্যসহ মোট ১৯ জনকে টংগ্যা কার্যালয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণ  কর্মশালায় প্রধান অতিথি হিসেবে রাঙামাটি সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ত্রিরতন চাকমা। এসময় সেভ দ্য চিলড্রেন রাঙ্গামাটি কার্যালয়ের প্রজেক্ট ম্যানেজার মিনাকি চাকমা, সিনিয়র প্রজেক্ট অফিসার অনিতা সেন, প্রকল্প সমন্বয়ক ত্রিপন চাকমা’সহ প্রকল্প কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন । স্বাগত বক্তব্য দেন, এডভোকেট কক্সী তালুকদার।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত