কাউখালীতে গ্রীনহিলের অর্থ বিতরণ

Published: 17 Sep 2015   Thursday   

বৃহস্পতিবার রাঙামাটির কাউখালীতে অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্থ ১১পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সরকার, ইউকেএইড, এসডিসি, ইইপি/সিঁড়ি প্রকল্পের সহযোগীতায় এর স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রীন হিল এ অর্থ বিতরণ করেছে।

উপজেলা চেয়ারম্যানের কক্ষে অনুষ্ঠিত অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌচামং চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আখতার। অন্যার মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মুছা খান, গ্রীনহিলের জেলা প্রকল্প ব্যবস্থাপক মংসেনুক মারমা, উপজেলা কর্মকর্তা বাইরন চাকমা, মনিটরিং অফিসার সুব্রত চাকমা, নিউট্রিশন অফিসার মায়া চাকমা, ভিএসএল অফিসার আনোয়ার হোসেন, এগ্রিকালচার এন্ড মার্কেট লিংকেজ অফিসার মাসুদ কবির প্রমূখ।

স্টিমুলেটিং হাউজহোল্ড’স এ্যাডভান্সমেন্ট থ্রু ইন্টিগ্রেটেড লার্নিং এন্ড ইকনমিক এমপাওয়ারমেন্ট-শৈলী প্রকল্পের অধীনে অতিবৃষ্টিতে আইজিএ ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ ৩৩ হাজার টাকা বিতরণ করা হয়।

প্রধান অতিথি চৌচামং চৌধুরী বলেন দুঃসময়ে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে অর্থ সহায়তার হাত বাড়িয়ে দিয়ে গ্রীন হিল একটি ভালো নজির স্থাপন করেছে। আশাকরি ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত