আলীকদমে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস পালিত

Published: 24 Nov 2014   Monday   

আর্ন্তজাতিক নারী প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস উপলক্ষে মঙ্গলবার বান্দরবানের আলীকদম উপজেলায় র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।বেসরকারি সংস্থা গ্রীন হিলের উদ্যোগে উপজেলা স্মৃতিসৌধ চত্ত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ১ নম্বর আলীকদম ইউপি চেয়ারম্যান মো. জামাল উদ্দিন এমএ। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইলিয়াছ সভাপতিত্বে উপস্থিত ছিলেন গ্রীন হিলের প্রোগ্রাম অফিসার এডভোকেট দর্শন চাকমা (ঝন্টু) ও প্রকল্প সমন্বয়ক (এডভোকেসি) বিটু দত্ত প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গ্রীন হিলের সিএলএস-শিখা প্রকল্পের এলাকা সমন্বয়ক কুশল চাকমা। এর আগে এনজিও কর্মী, জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে উপজেলা পরিষদ কার্যালয় চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্মৃতি সৌধ চত্ত্বরে গিয়ে শেষ হয়।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত