ভূমি কমিশন বৈঠকের প্রতিবাদে ৪ সেপ্টেম্বর তিন পার্বত্য জেলায় হরতাল ডেকেছে পাঁচ বাঙ্গালী সংগঠন

Published: 31 Aug 2016   Wednesday   

আগামী ৪সেপ্টেম্বর তিন পার্বত্য জেলায়(রাঙামাটি,খাগড়াছড়ি,বান্দরবান) হরতাল ডেকেছে পার্বত্য চট্টগ্রাম ভিক্তিক বাঙালী সংগঠন পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙালী ছাত্র পরিষদসহ ৫ সংগঠন। ৪ সেপ্টেম্বর পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠকের প্রতিবাদে এই হরতালের ডাক দেওয়া হয়েছে। একই সাথে বৈঠকের স্থল  ঘেরাও  কর্মসূচির ঘোষনা করা হয়েছে। 

 

বুধবার বিভিন্ন গণমাধ্যমে পাঠানো পার্বত্য গণ পরষিদের মহাসচিব এডভোকটে মোহাম্মদ আলম খানের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ কথা জানানো হয়।


প্রেস বার্তায় বলা হয়,পার্বত্য চট্টগ্রাম ভূমি বরিোধ নিষ্পত্তি কমিশন আইন ২০০১ ও তার সংশোধনী ২০১৬ বাস্তবায়নরে জন্য খুব  তড়িগড়ি করে আগামী ৪ ৪সেপ্টেম্বর বৈঠকের প্রতিবাদে পার্বত্য চট্টগ্রামের ৫ বাঙালী সংগঠন বুধবার ঢাকাস্থ  পার্বত্য গণপরিষদের অস্থায়ী র্কাযালয়ে এক জরুরী সভা  অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন পার্বত্য নাগরকি পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূঁইয়া। এসময় অন্যান্যরে মধ্যে উপস্থিত ছিলেন,পাবর্ত্য চট্টগ্রাম সমধিকার আন্দোলনের মো. মনিরুজ্জামান মনির,পার্বত্য গণ পরিষদের মহাসচিব এডভোকেট মোহাম্মদ আলম খান,  পার্বত্য নাগরিক পরিষদের সাংগঠনিক সম্পাদক শেখ আহম্মেদ রাজু, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ এর ঢাকা মহানগর সভাপতি সাহাদাত ফরাজি সাকিব, পার্বত্য বাঙ্গালী ছাত্র ঐক্য পরিষদ এর ঢাকা মহানগর সভাপতি মোঃ সাইফুল ইসলাম খান,পার্বত্য নাগরিক পরিষদের যুগ্ন সম্পাদক এনামুল হক প্রমুখ ।

 

সভায় সরকারের ভূমি কমিশনের উক্ত বৈঠকের প্রতিবাদে আগামী ৪ সেপ্টেম্বর তিন পার্বত্য জেলায় সকাল- সন্ধ্যা হরতালের কর্মসূচির সিদ্ধান্ত সর্বসম্মতিতে গৃহীত হয় এবং বৈঠকের স্থল ঘেরাও কর্মসূচির সিদ্ধান্ত গ্রহন করা হয় । 

 

প্রেস বার্তায় আরো বলা হয়, অনুষ্ঠিত সভায় বক্তারা অভিযোগ করে বলেছেন, পার্বত্যাঞ্চলের সমস্যা সমাধানে সরকার আন্তরিক নয় । তারা একচেটিয়া পাহাড়ীদের পক্ষে রায় দিয়ে আসছে ।

 

পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন-২০১৬ মন্ত্রীসভায় অনুমোদন দেয়া হয়েছে যেখানে বাঙ্গলীদের পক্ষ থেকে একজন প্রতিনিধিও রাখা হয়নি । এই আইন বাস্তবায়নের মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রাম থেকে সকল বাঙ্গালীদেরকে উচ্ছেদ করার জন্য সন্তু লারমাকে সকল ধরনের ক্ষমতা দেয়া হয়েছে । সংশোধিত এ ভূমি কমিশন আইন কার্যকর হলে পার্বত্যাঞ্চলে তুমুল সংঘাতের সম্ভাবনা দেখা দেবে বলে আশংকা ব্যক্ত করেন তারা।  

 

উল্লেখ্য, আগামী ৪সেপ্টেম্বর রাঙামাটির পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সন্মেলন কক্ষে নতুন সংশোধিত পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক হওয়ার কথা রয়েছে। সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি আইন ২০১৬-এর সংশোধনী আকারে গেজেট প্রকাশের পর এটাই হবে এ কমিশনের প্রথম বৈঠক।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত