নজরুল সংগীত শিল্পী রাজেশ সাহার ১৪ সেপ্টেম্বর কাপ্তাইয়ে একক সংগীতানুষ্ঠান

Published: 07 Sep 2016   Wednesday   

চট্টগ্রামের বিখ্যাত শাস্ত্রীয়  নজরুল সংগীত শিল্পী রাঙ্গুনিয়ার কৃতি সন্তান রাজেশ সাহার ৪৪তম জন্ম বার্ষিকী উপলক্ষে তাঁর ছাত্রছাত্রীরা অাগামী ১৪ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা ৭ টায় চন্দ্রঘোনা কমিউনিটি সেন্টারে অায়োজন করতে যাচ্ছে তাঁর একক শাস্ত্রীয় এবং নজরুল সংগীতানুষ্ঠান।

 

উপমহাদেশের বিখ্যাত সংগীত গুরু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক ওস্তাদ স্বর্নময় চক্রবর্তী   অনুষ্ঠানটির উদ্বোধন করবেন।।অনুষ্ঠান কমিটির অাহবায়ক বিপুল বড়ুয়া,সদস্য সচিব মিলন ধর এবং প্রধান সমন্বয়কারী ঝুলন দত্ত জানান শিল্পী রাজেশ সাহার কক্সবাজার,বান্দরবান,রাঙামাটি,রাঙ্গুনিয়া,কাপ্তাই,রাউজানের ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানটি অায়োজন করছে।।

 

উল্লেখ্য, শিল্পী রাজেশ সাহা ২০০৮ সালে কলকাতা বঙ্গীয় সংগীত পরিষদ হতে উচ্চাঙ্গ এবং নজরুল সংগীত বিষয়ে প্রথম বিভাগে এমমিউজ ডিগ্রী অর্জন করেন।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত