রাঙামাটিতে সপ্তাহব্যাপী চলচিত্র উৎসব শুরু

Published: 03 Oct 2016   Monday   

রাঙামাটিতে রোববার  থেকে সপ্তাহব্যাপী বাংলাদেশ স্বল্প দৈর্ঘ্য প্রামাণ্য চলচিত্র উৎসব শুরু হয়েছে। 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং জেলা  শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় শিল্পকলা একাডেমির মিলনায়তনে উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেমলিয়ানা পাংখোয়।

 

জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মুজিবুল হক বুলবুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ বেতার রাঙামাটি আঞ্চলিক পরিচালক মোঃ ছালাহ উদ্দিন, জেলা  শিল্পকলা একাডেমির সহ-সভাপতি প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে। স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার অনুসিনথিয়া চাকমা।

 

প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভুমি এই জেলায় যেমন রয়েছে সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি সৌহার্দ্য তেমনী রয়েছে তাদের নিজস্ব কৃষ্টি, ঐতিহ্য ও সংস্কৃতি। এ সকল সম্প্রদায়ের অতিত ও বর্তমানের সৌহার্দ্য সম্প্রীতি, কৃষ্টি, ঐতিহ্য ও সংস্কৃতির চিত্রকে চলচিত্রের মাধ্যমে আগামী প্রজন্মের মাঝে তুলে ধরতে পারলে এ দেশ হবে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদমুক্ত।

 

তিনি আরো বলেন, সংস্কৃতি হচ্ছে মানুষের জীবনের প্রতিচ্ছবি। সপ্তাহব্যাপী এই স্বল্পদের্ঘ্য ও প্রামাণ্য চলচিত্র দেখে ভালো ধারণা গ্রহণ করে এখানকার মানুষ তা সমাজে প্রয়োগ করবে বলে আমার বিশ্বাস।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.    

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত