ঢাকায় চাকমা বর্ণমালা প্রশিক্ষন কোর্সের উদ্ধোধন

Published: 08 Oct 2016   Saturday   

শুক্রবার রাজধানীর ঢাকায়  চাকমা বর্ণমালা প্রশিক্ষন কোর্সের উদ্ধোধন করা হয়েছে।

 

ঢাকার কাজীপাড়াস্থ সামাজকি ও স্বেচ্ছাসেবী সংগঠন কাচালং ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ও জুবদা (জুম্ম ভোলোন্টারী ব্লাড ডোনারস এসোসয়িশেন) একাডমেীর সহায়তায় মোমবাতি  জ্বালিয়ে উদ্বোধন করেন কাচালং ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি বাবু মনি চাকমা।  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  জুবদার সভাপতি সুখেন চাকমা। বিশেষ অতিথি ছিলেন কাচালং ওয়েলফেয়ার সোসা্ইটির নির্বাহী উপদেষ্টা পরিষদের সমন্বয়কারী সৈকত চাকমা।

 

প্রশিক্ষণ কোর্স সমন্বয়কারী মিতান চাকমাজানান,চাকমার বর্ণমালা প্রশিক্ষণ কোর্স চলবে সপ্তাহে দুই দিন করে তিন মাস মোট ২৪ টি ক্লাস নেয়া হবে। ১ম ব্যাচে ১৫ জনকে নিয়ে শুরু করা হয়েছে এবং প্রশিক্ষণের জন্য দুজন অভিজ্ঞ প্রশিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।

 

প্রশিক্ষণের কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থী হিতৈষী চাকমা মুন্নি জানান,খুব ভালো লাগছে ঢাকায় নিজস্ব বর্ণমালা শেখার সুযোগ পেয়ে। কিছুদিন পরে নিজস্ব বর্ণমালা লিখবো ও পড়বো ভাবতেই মনটা আনন্দে-গর্বে ভরে উঠেছে।

 

প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষক খোকা মনি চাকমা বলেন,এটি একটি মহৎ উদ্যোগ।এই উদ্যোগ নেয়ার জন্য তিনি কাচালং ওয়েলফেয়ার সোসাইটিকে ধন্যবাদ দেন। এই প্রশিক্ষণ কোর্স যাতে চলমান থাকে সেজন্য সবধরণের সহযোগিতার আশ্বাস দেন আরেক প্রশিক্ষক কৌশিক চাকমা।

 

প্রধান অতিথি ভাষণে সুখেন চাকমা বলেন, কাচালং ওয়েলফেয়ার সোসাইটির এ উদ্যোগটি প্রশংসার দাবী রাখে। প্রত্যেক জাতিগোষ্ঠির তার নিজস্ব মাতৃভাষার কথা বলা ও বর্ণমালায় পড়াশুনা করা গর্বের বিষয়|

 

সভাপতি ভাষণে বাবু মনি চাকমা বলেন, তারা নিজস্ব ভাষায় কথা বললেও নিজস্ব বর্ণমালা লিখতে ও পড়তে পারি না। তাই আমরা এই কোর্সটি শুরু করার উদ্যোগ নিয়েছি। তিনি চাকমা বর্ণমালা শেখার আগ্রহী প্রার্থীকে এই কোর্সে ভর্তি হওয়ার আহ্বান জানান|

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত