বান্দরবানে হরতাল পালিত হয়নি

Published: 13 Oct 2016   Thursday   
no

no

তিন পার্বত্য জেলায় পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের পাঁচটি সংগঠনের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে বান্দরবান জেলায় তার প্রভাব পড়েনি।

 

বৃহস্পতিবার স্বাভাবিক নিয়মেই যানবাহন চলাচল করেছিল। দোকানপাতও স্বাভাবিক নিয়মে খুলেছিল। পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সংশোধিত আইন সংসদে বিল পাস হওয়ার প্রতিবাদে এই হরতালের ডাক দেওয়া হয়।


বৃহস্পতিবার সকাল থেকে স্বাভাবিক নিয়মে চট্টগ্রাম-কক্সবাজার এর উদ্দেশ্যে জেলা বাস ষ্টেশন থেকে গাড়ি ছেড়েছে। বান্দরবান-রাঙামাটি সড়কে একটি ব্রিজ দীর্ঘদিন ধরে মেরামতে কাজ চলায় সরাসরি যোগাযোগ বন্ধ রয়েছে। বান্দরবান থেকে রাঙামাটি উদ্দেশ্যে যাওয়ার জন্য জেলা শহর থেকে রাঙামাটির বাঙ্গালখালিয়া পর্যন্ত বাস চলাচল করেছে বলে জানা গেছে।

 

শহরের ভেতরেও স্বাভাবিক নিয়মে যান চলাচল করেছে। প্রতিদিনের ন্যায় স্বাভাবিক নিয়মে দোকানপাতও খুলেছে। তবে শহরের গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। রাস্তায় হরতালের সমর্থনকারী পিকেটারদেও উপস্থিতিও চোখে পড়েনি।


সদর থানা ওসি রফিক উল্লাহ জানান, হরতালে স্বাভাবিক নিয়মে যান চলাচল করেছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত