রাঙামাটিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু

Published: 18 Oct 2016   Tuesday   

জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট  মঙ্গলবার রাঙামাটিতে উদ্বোধন করা হয়েছে। 

 

রাঙামাটি চিংহ্লামং মারী স্টেটিডিয়াম মাঠে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।  জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জিল্লুর রহমান সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য ত্রিদীপ কান্তি দাশ, সিভিল সার্জন ডাঃ স্নেহ কান্তি চাকমা, জেলা ক্রীড়া অফিসার স্বপন কুমার চাকমা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বরুন বিকাশ দেওয়ান। পরে প্রধান অতিথি বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্ধোধন করেন।

 

জেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে (বালক) ১০টি দল ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে (বালিকা) ১০টি দল অংশগ্রহণ করছে। আগামী ২২ অক্টোবর চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের সার্বিক উন্নয়নে যেমন কাজ করে গেছেন ঠিক তেমনি তাঁর সুযোগ্য কণ্যা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।

 

তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের ন্যয় খেলাধুলার উন্নয়নেও বর্তমান সরকার প্রাথমিক পর্যায় থেকে এ ধরনের উদ্যোগ নিয়েছে। যাতে করে  ছেলে মেয়েরা ছোট থেকেই খেলাধুলাতে আগ্রহী হয়। তিনি বলেন, একটি সুষ্ঠ সুন্দর জাতি গঠনে খেলা ধুলার কোন বিকল্প নেই।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত