খাগড়াছড়িতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

Published: 19 Oct 2016   Wednesday   

 বুধবার খাগড়াছড়িতে  বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

 

খাগড়াছড়িতে  সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্ধোধক ও প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান তরফদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার মো: মজিদ আলী বিপিএম (সেবা) এবং খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া। এর আগে প্রধান অতিথি বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্ধোধন করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, দেশব্যাপি প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে সূচিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট নতুন প্রজন্মেও মাঝে ব্যবহারিক দেশপ্রেম সঞ্চারিত করছে। এর ফলে নতুন নতুন ক্রীড়া মেধা বিকাশের পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা অর্জন, মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসার অসামান্য অবদান সর্ম্পকে জানতে পারবে।

 

তিনি আরো বলেন, খেলাধুলার মাধ্যমে শারীরিক চর্চার পাশাপাশি আন্তরিকতা ও সৌহার্দ্যতা বৃদ্ধি পায়। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে শিশুরা জানতে পারবে সঠিক ইতিহাস। বঙ্গমাতার রাষ্ট্রীয় অবদান ৫২-এর ভাষা আন্দোলন থেকে ৭১-এর স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুকে তিনি সাহস যুগিয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত