রাঙামাটিতে রেডক্রিসেন্টের ইকোসেক প্রকল্পের উদ্বোধন

Published: 02 Nov 2016   Wednesday   

পার্বত্য চট্টগ্রামের হতদরিদ্র মানুষের জীবন মন উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্টের উদ্যোগে ইকোনোমিক সিকিউরিটি (ইকোসেক) প্রকল্পের বুধবার রাঙামাটিতে উদ্বোধন করা হয়েছে। আন্তর্জাতিক রেড ক্রসের সহায়তায় পার্বত্য এলাকায় এই প্রকল্প বাস্তবায়িত হবে।

 

রাঙামাটি সাংস্কৃতিক ইনিষ্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উদ্ধোধক ও প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার। অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু, জেলা প্রশাসক মানজারুল মান্নান, রেডক্রসের প্রতিনিধি বরিস কালেসিবিক,রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুররী,সাবেক মেয়র সাইফুল ইসলমা চৌধুরী ভুট্টো।

 

অনুুষ্ঠান শেষে রাঙামাটি সদর ও কাউখালী উপজেলার ১৯৭জন হতদরিদ্রকে আয়বর্ধন কর্মসংস্থানের সুযোগ দিতে ৩০ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন অতিথিরা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত