জোন কমান্ডার কাপ ফুটবল টুর্ণামেন্টে বিলাইছড়ি চ্যাম্পিয়ন

Published: 03 Nov 2016   Thursday   

রাঙামাটির বিলাইছড়ি জোন কমান্ডার কাপ ফুটবল টুর্ণামেন্টে প্রমিলা ও পুরুষ উভয় দলে বিলাইছড়ি ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে।

 

গেল বুধবার উপজেলার দীঘলছড়ি মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রথমে প্রমিলা দল নির্ধারিত সময়ের মধ্যে কোন গোল করতে নাপারায় পরে ট্রাইবেকারে বিলাইছড়ি ইউনিয়ন দল ৩-২ ব্যবধানে কেংড়াছড়ি ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

 

সেরা খেলোয়াড়ের পুরস্কার গ্রহণ করেন বিলাইছড়ি দলের জেনি পাংখোয়া। প্রমিলা দলে তিন ইউনিয়নের তিনটি দল অংশ নিয়েছিল। প্রমিলা দলের ফাইনাল খেলা পরিচালনা করেন রেফারী কাজী মাকসুদুর রহমান ও সহকারী রেফারী ছিলেন মো.সোহেল আহমেদ ও মো.হাসমত আলী।

 

এছাড়া বিকালে অনুষ্ঠিত হয় পুরুষ দলের ফাইনাল খেলা। লীগ পদ্ধতির পয়েন্ট ভিত্তিতে এই খেলায় ৪টি দল অংশ গ্রহণ করেছিল। বিলাইছড়ি ইউনিয়ন দল ৯ পয়েন্ট ও শহীদ আতিয়ার দল ৬ পয়েন্ট নিয়ে ফাইনাল খেলায় পরস্পরের প্রতিদ্বন্ধিতা করেছিল।

 

খেলার প্রথমার্ধ ১-১ গোলে হলেও দ্বিতীয়ার্ধে বিলাইছড়ি দল শহীদ আতিয়ারের বিরুদ্ধে আরও ৩টি গোল করতে সক্ষম হয়। ফলে বিলাইছড়ি ইউনিয়ন দল ৪-১ ব্যবধানে চ্যাম্পিয়ন হয়। পুরুষ দলে সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিলাইছড়ি দলের সমর চাকমা। আনন্দ মুখর পরিবেশে বিপুল সংখ্যক পাহাড়ি-বাঙালি দর্শকের উপস্থিতিতে ফাইনলা খেলার আনন্দের মাত্রায় বাড়িয়ে দিয়েছে।

 

খেলা শেষে প্রমিলা দলের চ্যাম্পিয়ন ও রানার আপ উভয় দলের মাঝে ব্যক্তিগত ও দলীয় ট্রপি বিতরণ করেন জোন কমান্ডার শেখ আব্দুল্লাহের সহধর্মীনি।

 

এছাড়া পুরুষ দলের চ্যাম্পিয়ন ও রানার আপ খেলোয়াড়দের মাঝে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন লে.কর্ণেল শেখ আব্দুল্লাহ পিএসসি।

 

এসময় উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর সাইদুল ইসলাম পিএসসি,উপজেলা চেয়ারম্যান শুভমঙ্গল চাকমা,সাবেক উপজেলা চেয়ারম্যান লাল এ্যাংলিয়ানা পাংখোয়া ও উপজেলা ভাইস চেয়ারম্যান অমৃত সেন তঞ্চঙ্গ্যা প্রমুখ। পরে আনন্দ ধ্বনি ও সেনাবাহিনীর বিউগলের সুরের মধ্য দিয়ে ফাইনাল খেলার পরিসমাপ্তি ঘটে।

 

প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার খেলাধুলার আনন্দের মাধ্যমে সকল বিভেদ ভুলে এলাকায় সম্প্রীতির সুদৃঢ় বন্ধন গড়ে তোলার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত