২৫ নভেম্বর থেকে দুদিন ব্যাপী রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম আদিবাসী লেখক ফোরামের সন্মেলন

Published: 08 Nov 2016   Tuesday   

আগামী ২৫ নভেম্বর থেকে দুদিন ব্যাপী রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম আদিবাসী লেখক ফোরামের দ্বিতীয় সন্মেলন শুরু হচ্ছে। এ লক্ষে মঙ্গলবার রাঙামাটিতে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

 

স্থানীয় সাবারাং রেষ্টুরেন্টে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম আদিবাসী লেখক ফোরামের সভাপতি এবং কবি ও লেখক শিশির চাকমা। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন লেখক কমোদ বিকাশ দেওয়ান, কবি ও লেখক মৃত্তিকা চাকমা,আইনজীবি ও লেখক প্রতীম রায় পাম্পু, কবি ও লেখক বিপম চাকমা, লেখক ও সংগীত শিল্পী মনোজ বাহাদুর গুর্খা,লেখক সজীব চাকমা, অম্লান চাকমা, লেখক শুভ জ্যোতি চাকমা, আইনজীবি সুস্মিতা চাকমা, আনন্দ জ্যোতি চাকমা, বিজ্ঞান্তর তালুকদার, মুক্তাশ্রী চাকমা সাথী, শরৎ জ্যোতি চাকমা, ইন্টু মনি তালুকদার, বীর কুমার চাকমা, বিমল জ্যোতি চাকমা প্রমুখ।


মতবিনিময় সভায় অংশ গ্রহনকারী নবীন-প্রবীন লেখক ও কবিরা তাদের নিজস্ব মতামত তুলে ধরেন এবং পার্বত্য চট্টগ্রাম আদিবাসী লেখক ফোরামের মাধ্যমে কিভাবে ভাল লেখক ও কবি সৃষ্টি করে সৃজনশীল সাহিত্য চর্চা করা যায় তা নিয়ে আলোচনা করা হয়।


মতবিনিময় সভায় পার্বত্য চট্টগ্রাম আদিবাসী লেখক ফোরামের সভাপতি শিশির চাকমা জানান, আগামী ২৫ নভেম্বর ও ২৬ নভেম্বর দুদিন ব্যাপী রাঙামাটির সাংস্কৃতিক মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম আদিবাসী লেখক ফোরামের দ্বিতীয় সন্মেলন অনুষ্ঠিত হবে। সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু লারমা) এবং সন্মেলন উদ্ধোধন করবেন চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায়।


দুদিন ব্যাপী সন্মেলনে প্রখ্যাত কবি ও সাহিত্যিক আসাদ চৌধুরী ছাড়াও তিন পার্বত্য জেলা থেকে কবি ও লেখকরা এবং ভারতের ত্রিপুরা রাজ্যে থেকে বিশিষ্ট আদিবাসী কবি ও লেখকরা উপস্থিত থাকার কথা রয়েছে।

 

কবি শিশির চাকমা আরো জানান, ২০১৪ সালে কবি ও লেখকদের নিয়ে পার্বত্য চট্টগ্রাম আদিবাসী লেখক ফোরাম গঠন করা হয়। ২০১৫ সালে ফোরামের প্রথম সন্মেলন রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছিল।

 

এই লেখক ফোরামের মূল উদ্দেশ্য হচ্ছে লেখকদের একটা প্লাটফরমে নিয়ে আসা ও ঐক্যবদ্ধ করা। তারা তাদের লেখনীর মাধ্যমে ভাষা, সংস্কৃতি,কৃষ্টি, ঐতিহ্য চর্চা করতে পারে। তিনি আরো জানান, ছোট পরিসরে হলেও এবার পার্বত্য চট্টগ্রাম আদিবাসী লেখক ফোরামের পক্ষ থেকে নিয়মিত ত্রৈমাসিক একটি সাহিত্য পত্রিকা প্রকাশনা বের করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত