চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া সংঘ,রানার্স আপ অম্রাং ক্লাব

Published: 19 Nov 2016   Saturday   

খাগড়াছড়ির মহালছড়িতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে সমাপ্ত হয়েছে। ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে শেখ রাসেল ক্রীড়া সংঘ। রানার্স আপ হয়েছে অম্রাং ক্লাব।

 

শুক্রবার বিকালে মহালছড়ি হাই স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।

 

এসময় উপস্থিত ছিলেন মহালছড়ি জোন কামন্ডার মোহাম্দ হুমায়ুন কবির, পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, মহালছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল চাকমা, মহালছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন শীল, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউর রহমান প্রমুখ।

 

উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত উক্ত ফুটবল খেলায় চ্যাম্পিয়নকে দেয়া হয় নগদ ৪০ হাজার টাকা, ট্রফি, মেডেল এবং রানার্স আপকে নগদ ২০ হাজার টাকা, ট্রফি ও মেডেল প্রদান করা হয়। এর আগে শেখ রাসেল ক্রীড়া সংঘ ও অম্রাং ক্লাব একাদশের মাঝে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

 

এদিকে দুটি দল আক্রমনাত্মক খেললেও খেলার প্রথমার্ধে কোন পক্ষই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের শেষের দিকে অম্রাং ক্লাব একাদশের জালে স্ট্রাইকার আশরাফুল ইসলাম মিঠুনের করা একমাত্র গোলে জয় ছিনিয়ে নেয় শেখ রাসেল ক্রীড়া সংঘ।খেলায় সেরা গোলদাতা নির্বাচিত হয়েছে এনামুল হক। শ্রেষ্ট খেলোয়ার নির্বাচিত হয়েছে আব্দুর রহমান। গেল ২০ অক্টোবর নক আউট পদ্বতিতে টুর্নামেন্ট শুরু হয়। খেলায় মোট ২১টি ক্রীড়ামোদি টিম অংশ নেয়।

 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত