খাগড়াছড়িতে বর্নাঢ্য শোভাযাত্রাসহ নানান কর্মসূচির মধ্য দিয়ে পার্বত্য চুক্তির ১৯তম বর্ষপূর্তি পালিত

Published: 02 Dec 2016   Friday   

শুক্রবার উৎসব মুখর পরিবেশে বন্যার্ঢ র‌্যালী আনন্দ শোভাযাত্রাসহ নানা কর্মসুচি পালনের মধ্য দিয়ে পার্বত্য জেলা খাগড়াছড়িতে পার্বব্য চুক্তির ১৯তম বর্ষপূর্তি পালিত হয়েছে ।

 

ঐতিহাসিক দিনটি পালনের জন্য খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যেগে সকাল নয় টায় জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে কর্মসুচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলার সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা । বর্নাঢ্য র‌্যালীতে জেলা সকল সরকারী বেসরকারি কর্মকর্তা ,খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ, বিজিবি ,এনজিও কর্মী ,শিক্ষা প্রতিষ্ঠান  সাংস্কৃৃতিক প্রতিষ্ঠান সহ ঐতিহ্যবাহি পোষাকে সুসজ্জিত হয়ে পাহাড়ী নারি পুরুষ অংশ গ্রহন করেন ।

 

এ সময় খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল স ম মাহবুব উল আলম,খাগড়াছড়ি পার্বত্য জেলাপরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী,পুলিশ সুপার আবদুল মজিদ .সদর জোন কমান্ডার লে .কর্ণেল হাসান মাহমুদ ও পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বার্হী কর্মকর্তা আবদুর রহমান তরফদারসহ সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

বন্যার্ঢ আনন্দ শোভাযাত্রাটি পার্বত্য জেলা পরিষদের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে খাগড়াছড়ি টাউন হলের সামনে  গিয়ে শেষ হয় ।

 

এদিকে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ১৯তম বর্ষপূর্তি উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) গ্রুপের উদ্যোগে জেলা সদরের খাগড়াপুর কমিউনিটি সেন্টারে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সদস্য সুভাষ চন্দ্র চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সুধাসিন্ধু খীসা, জেলা সভাপতি প্রীতিময় চাকমা, কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক সুধারক ত্রিপুরা, দপ্তর সম্পাদক বিভূ রঞ্জন চাকমা, সদস্য দূর্গা রানী চাকমা, বিমলেন্দু চাকমা, সমাজকর্মী রবি শংকর তালুকদার প্রমূখ।

 

বক্তারা চুক্তি বাস্তবায়ন নিয়ে সরকারের ধীরগতির সমালোচনা করে অবিলম্বে চুক্তি বাস্তবায়ন করা না হলে দূর্বার গণ আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি উচ্চারণ করেন।

 

এছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় শান্তি চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ের দাবীতে র‌্যালি আলোচনা সভা করেছে জেএসএস এমএন লারমা গ্রুপ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত