অস্ত্রের ভয় দেখিয়ে শিক্ষার্থিদের মিছিল-সমাবেশে অংশ নিতে বাধ্য করছে বিশেষ মহল-দীপংকর তালুকদার

Published: 26 Jan 2017   Thursday   

আবারো পার্বত্য চট্টগ্রাম থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবী জানিয়েছেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।

 

তিনি অভিযোগ করে বলেন, অস্ত্রের ভয় দেখিয়ে কোমলমতি শিক্ষার্থিদের মিছিল সমাবেশে অংশ নিতে বাধ্য করছে বিশেষ মহল। শিক্ষা প্রতিষ্ঠানের নির্দিষ্ট পোষাক পড়া ও আঠারো বছরের নীচে কোন ছাত্র ছাত্রীকে মিছিল সমাবেশে দেখলে প্রশাসনকে এসব মহলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও আহবান জানান তিনি।

 

বৃহস্পতিবার রাঙামাটির কাউখালীতে পোয়াপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

কাউখালী উপজেলা সদরের পোয়াপাড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এরশাদ সরকারের সভাপতিত্বে বিশেষ ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা,   জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুইপ্রু চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌচামং চৌধুরী, জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নির্মল কুমার চাকমা, কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যাজাই মারমা। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক করুনা ময় চাকমা। এর আগে পোয়াপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ভবন উদ্বোধন করেন দীপংকর তালুকদার।

 

বর্তমান সরকারের মেয়াদে পার্বত্য অঞ্চলে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, কলেজ বিশ্ববিদ্যালয় চায়না এমন জাতি পৃথিবীতে খুঁজে পাওয়া মুশকিল হবে। অথচ পার্বত্য অঞ্চলে একটি মহল চায় না এ অঞ্চলে ভাল কোন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠুক। এসব কুচক্রী মহল কর্তৃক পার্বত্য অঞ্চলে অস্ত্রবাজি- চাঁদাবাজির কারণে উন্নয়ন কর্মকান্ড মারাত্মক ব্যাহত হচ্ছে। এদের হাত থেকে পার্বত্য অঞ্চলকে রক্ষা করতে হলে অবৈধ অস্ত্র উদ্ধারের বিকল্প নেই।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত