অবাধ,সুষ্ঠু,নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে কমিশন দেশ ও জাতির আস্থা অর্জন করতে চায়-শাহাদাত হোসেন চৌধুরী

Published: 28 Feb 2017   Tuesday   

নির্বাচন কমিশনার ব্রি: জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী বলেছেন, অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে কমিশন দেশ ও জাতির আস্থা অর্জন করতে চায়। এ ধরনের নির্বাচনের জন্য নির্বাচনের আগে ও পরে নিয়োজিত আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সর্বোচ্চ নিরপেক্ষতার নির্দেশনা দেয়া হয়েছে। সব দলের প্রার্থীদের বক্তব্যকে আমলে নিয়ে কমিশন যথাযথ পদক্ষেপ নেবে।


মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ির গুইমারা উপজেলা সদর ইউপি কমপ্লেক্সে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আগামী ৬ মার্চ অনুষ্ঠিতব্য গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। 


মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো: মজিদ আলী, ৪০ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল মো: খালিদ, জেলা আনসার ও ভিডিপি’র অধিনায়ক রাজীব হোসেন, ইউএনও ও সহকারী রির্টানিং অফিসার ড. বি এম মশিউর রহমান, আওয়ামীলীগ প্রার্থী মেমং মারমা, বিএনপি প্রার্থী মো: ইউচুপ এবং স্বতন্ত্র প্রার্থী উশ্যে প্রু মারমা।


এসময় রির্টানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম কাউছার হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কামরুল ইসলাম এবং গুইমারা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: রিপন হোসেন উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, আগামী ৬ মার্চ খাগড়াছড়ির নব গঠিত গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এ উপজেলার মোট ভোটার রয়েছেন ২৭ হাজার ৯৯২ জন। ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে ১৪টি।

 

নব গঠিত নির্বাচন কমিশনের অধীনে এটি হচ্ছে দ্বিতীয় নির্বাচন। এর আগে এই নতুন নির্বাচন কমিশনের অধীনে গেল ১৮ ফেব্রুয়ারী বাঘাইছড়ি পৌরসভার নির্বাচন শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর,

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত