বৈরী আবহাওয়ার কারনে বোয়ালখালী রাজ বিহারের শতবর্ষপূর্তি উদযাপন কর্মসূচী স্থগিত

Published: 09 Mar 2017   Thursday   

 খাগড়াছড়ির দীঘিনালায় বোয়ালখালী দশবল বৌদ্ধ রাজ বিহার’র শতবর্ষপূর্তি ও পার্বত্য চট্টল বৌদ্ধ আনাথ আশ্রম’র সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে গৃহিত তিনদিন ব্যাপী কর্মসূচী বৈরী আবহাওয়ার কারনে স্থগিত করা হয়েছে বলে উদযাপন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

 

শুক্রবার থেকে  তিন দিন ব্যাপী  পর্যন্ত উৎসব মুখর পরিবেশে শতবর্ষপূর্তি ও সুবর্ণ জয়ন্তী উদযাপনের জন্য তিনদিন ব্যাপী কর্মসূচী গ্রহন করা হয়েছিল।

 

 বৈরী আবহাওয়া জনিত কারনে নির্ধারিত তারিখে কর্মসূচী পালন করতে না পারায় আমন্ত্রীত অতিথিদের প্রতি দুঃখ প্রকাশ করেছেন উদযাপন কমিটির আহবায়ক খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য শতরুপা চাকমা ও সদস্য সচিব রাজ বিহারাধ্যক্ষ প্রজ্ঞাজ্যোতি মহাস্থবির।

 

প্রাকৃতিক অনুকুল পরিবেশ সৃষ্টি হলে শতবর্ষপূর্তি ও সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে গৃহিত কর্মসূচী পালনের তারিখ জানিয়ে দেয়া হবে বলে জানান তারা ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত