রাঙামাটি জেলা আইন শৃংখলা ও সমন্বয় বিষয়ক কমিটির সভা

Published: 12 Mar 2017   Sunday   

রোববার রাঙামাটি জেলা আইন শৃংখলা ও সমন্বয় বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।


রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যেগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মানজারুল মান্নান। সভায় পুলিশ সুপার সাঈদ হাসান তারিকুল ইসলাম, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


সভায় রাঙামাটি শহরের রাস্তার দুপাশে ফুটপাতে অবৈধ দখলকারীদের উচ্ছেদ, মাদক বিরোধী অভিযান জোরদারসহ বিগত মাসের আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। দেশের অন্যান্য স্থানের তুলনায় রাঙামাটি জেলার আইন শৃংখলা পরিস্থিতি ভালো থাকায় সভায় সন্তোষ প্রকাশ করা হয়।

 

সভায় পুলিশ সুপার জানান, ফেব্রুয়ারী মাসে অস্ত্র আইনে ১টি, মাদক দ্রব্যে নিয়ন্ত্রণ আইনে ১৭টি, নারী ও শিশু নির্যাতন আইনে ৩টিসহ অন্যান্য আইনে ৯টিসহ মোট ৩৩টি অপরাধ সংঘটিত হয়েছে। জানুয়ারী মাসের তুলনায় ফ্রেবুয়ারী মাসে মামলা কম হয়েছে।


সভায় আগামী এপ্রিল মাসে ক্ষুদ্র নৃ গোষ্ঠী সমূহের সামাজিক উৎসব বৈসাবি যাতে নির্বিঘেœ পালন করতে পারে সে জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানানো হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত