ইতি চাকমা’র খুনীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে আগামী ১৫ মার্চ ডিসি কার্যালয়ে অবস্থান ধর্মঘট

Published: 13 Mar 2017   Monday   

আগামী ১৫ মার্চ খাগড়াছড়িতে ডিসি অফিসের সম্মুখে অবস্থান ধর্মঘট ও স্মারকলিপি প্রদান করবে ৫ নারী সংগঠন।

 

খাগড়াছড়ি সরকারি কলেজের ছাত্রী ইতি চাকমা’র খুনীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামী ১৫ মার্চ খাগড়াছড়িতে  জেলা প্রশাসন(ডিসি) কার্যালয় সম্মুখে অবস্থান ধর্মঘট ও  ডিসি বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। পার্বত্য চট্টগ্রামের ৫ নারী সংগঠন হিল উইমেন্স ফেডারেশন, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ, সাজেক নারী সমাজ, ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটি ও নারী আত্মরক্ষা কমিটি এ কর্মসুচি ঘোষনা দিয়েছে।

 

সোমবার হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নীতি শোভা চাকমার স্বাক্ষরিত একপ্রেস বার্তায় বলা হয়, খাগড়াছড়ি সরকারি কলেজের ছাত্রী ইতি চাকমা’র খুনীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হিল উইমেন্স ফেডারেশন, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ, সাজেক নারী সমাজ, ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটি ও নারী আত্মরক্ষা কমিটির ডাকে আগামী ১৫ মার্চ খাগড়াছড়িতে  জেলা প্রশাসন(ডিসি) কার্যালয় সম্মুখে অবস্থান ধর্মঘট ও  ডিসি বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।

 

কর্মসূচিতে  ভিকটিমের পরিবারবর্গ ও জেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকার নারীরা অংশগ্রহণ করবেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত