সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন ভাবনা নিয়ে কাপ্তাইয়ে প্রেস ব্রিফিং

Published: 14 Mar 2017   Tuesday   

সরকারের অর্জিত সাফল্য, উন্নয়ন ভাবনা, টেকসই উন্নয়নের লক্ষ্যসমূহ (এসডিজি) এবং মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ে মঙ্গলবার কাপ্তাইয়ে প্রেস ব্রিফিং এ আয়োজন করা হয়।

 

কাপ্তাই উপজেলা রেষ্ট হাউজে  উপজেলা তথ্য অফিসের উদ্যোগেঅনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা(ইউএনও) তারিকুল আলম ও সহকারী তথ্য কর্মকর্তা মোঃ হারুন। প্রেস বিফিংয়ে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক নজরুল ইসলাম লাভলু, কাজী মোশাররফ হোসেন, মোঃ কবির হোসেন, মোঃ মামুন, মোঃ ইলিয়াছ প্রমুখ।

 

প্রেস ব্রিফিংয়ে সহকারী তথ্য কর্মকর্তা মোঃ হারুনবলেন,  নিম্ন মাধ্যম আয় থেকে মধ্যম আয়ের দেশ হিসেবে এদেশকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সরকার ইতোমধ্যে ১০টি উদ্যোগকে ব্রান্ডিং প্রকল্প হিসেবে হাতে নিয়েছে। সরকারের এই টেকসই উন্নয়নকে বাধাগ্রস্থ করছে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ।  মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিষয়ে সরকার জিরো টোরেন্সে রয়েছে। এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টি ও প্রতিরোধে জনগণকে উদ্ধুদ্ধকরণ করতে প্রেসব্রিফিং-এর আয়োজন।

 

ইউএনও তারিকুল আলম বলেন, সরকারের সাথে জনগণের সম্পৃক্ত দৃশ্যমান উন্নয়ন সম্পর্কে এবং মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদের ক্ষতিকর বিষয় তুলে ধরে মিডিয়ায় তা প্রচার করার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত