রাঙামাটিতে রাস্তা নিয়ে বিরোধের জেরে বাড়িঘরে হামলা ভাংচুর, অতিরিক্ত পুলিশ মোতায়েন

Published: 15 Mar 2017   Wednesday   

হাটাচলার জন্য রাস্তা ব্যবহার নিয়ে বিরোধকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে থানায় নিয়ে গেছে। বুধবার দুপুরের দিকে রাঙামাটি শহরের পাবলিক হেলথ এলাকায় এ ঘটনা ঘটেছে। 

 

পুলিশ ও স্থানীয়রা লোকজন জানায়, শহরের পাবলিক হেলথ এলাকায় পাড়ার মাঝখান দিয়ে হাটাচলার রাস্তা ব্যবহার নিয়ে স্থানীয়দের দু’পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। বিষয়টির মীমাংসার জন্য বুধবার সকালের দিকে সমঝোতায় বসে উভয়পক্ষ। কিন্তু কয়েক ঘন্টা আলোচনা হলেও কোন সমঝোতা ছাড়াই বৈঠক শেষ হয়। পরে মুখে কাপড় পাড়া একদল দুর্বৃত্ত প্রতিপক্ষের বাড়িঘরে ইটপাটকেল ছুড়ে এবং দা-কিরিচ দিয়ে এলোপাতারি হামলা ও ভাংচুর চালায়। এ সময় দুস্কৃতকারীরা রাস্তার সীমানা বেড়া ভেঙে গুড়িয়ে দেয় হয়। এ ঘটনায় দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে। খবর পেয়ে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে হাজির হলে দুর্বৃত্তরা পালিয়ে পায় এবং পরিস্থিতি শান্ত হয়। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।


রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রশীদ জানান, পুলিশ এ ঘটনায় কবির, রসুল, মোক্তার ও ইদ্রিছ নামে চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।


রাঙামাটি পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর কালায়ন চাকমা জানান,বিষয়টির সুরাহার জন্য উভয় পক্ষকে নিয়ে বৈঠক করা হয়েছে। বৈঠকে বিষয়টির সুরাহা না হলেও পরবর্তীতে আরেক দফায় বসার সিদ্ধান্ত হয়। ওই সময়ের মধ্যে উভয়কে সহনশীল হয়ে কোনো ধরনের ঝামেলা না করতে বলে দেয়া হয়েছে। কিন্তু বৈঠক শেষে আমরা চলে যাওয়ার পরেই প্রতিপক্ষের বাড়িঘরে হামলা ও ভাংচুরের ঘটনাটি ঘটেছে।


অতিরিক্ত পুলিশ সুপার শাফিউল সারওয়ার জানান, উভয় পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে বিষয়টি প্রশাসনিকভাবে সুরাহার চেষ্টা করা হবে। পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত