রাঙামাটিতে ২দিনব্যাপী ইকো স্যানিটেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

Published: 15 Mar 2017   Wednesday   

জাতীয় স্যানিটেশন প্রকল্প (৩য় পর্যায়) এর আওতায় বুধবার রাঙ্গামাটিতে দুদিনব্যাপী ইকো স্যানিটেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে পরিষদ সভা কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা ।


রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম দে এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় স্যানিটেশন প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ আব্দুল মোন্নাফ ও জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন।


দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল, কৃষি বিভাগ, সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প এর কর্মকর্তারা অংশগ্রহণ করেন।


উদ্ধোধনকালে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা বলেন, সমতলের চাইতে পার্বত্য জেলাগুলো শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, স্যানিটেশন’সহ বিভিন্ন ক্ষেত্রে এখনো পিছিয়ে রয়েছে। পাহাড়ের প্রত্যান্ত ও তৃণমূল পর্যায়ের মানুষগুলো সচেতনতার অভাবে বিভিন্ন রোগে ভুগছে। সকল বিষয়ে তাদের সচেতন করে তোলা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য।


তিনি আরো বলেন, এ অসহায় মানুষদের কল্যাণে সরকার আমাদের নিয়োগ দিয়েছেন এবং এদের উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। সরকার প্রদত্ত প্রকল্পগুলো বাস্তবায়নে আমাদের স্বচ্ছতার সাথে কাজ করতে হবে। তিনি পাহাড়ের পিছিয়ে পরা মানুষের কল্যাণে সকলকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত